কনওয়ের চোটে বড় ধাক্কা খেল চেন্নাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এরই মধ্যে প্রথম ১৭ দিনের সূচি প্রকাশ করেছে আয়োজকরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের আসর শুরু করবে। যদিও আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে দলটি।
চোটের কারণেই আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না দলটির উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কিপিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান কনওয়ে।

এর ফলে সিরিজের শেষ টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে খেলা হয়নি তার। এই চোটের কারণে লম্বা সময় বাইরে থাকতে হবে তাকে। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, কনওয়ের ওই আঙুলে হালকা চিড় ধরা পড়েছে এবং এর ফলে তাকে অস্ত্রোপচার করাতে হবে।
তার আবারও মাঠে ফিরতে আট সপ্তাহের মতো সময় লাগতে পারে। ফলে ধরে নেয়াই যাচ্ছে মে মাসের আগে তাকে পাবে না চেন্নাই। আইপিএলের গত দুই মৌসুম থেকেই চেন্নাইয়ের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন কনওয়ে। ২০২২ আসরে ৭ ম্যাচ খেলে ৪২ গড়ে ২৫২ রান করেছিলেন তিনি ১৪৫.৬৬ স্ট্রাইক রেটে।
গত মৌসুমে চেন্নাইয়ের শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছেন তিনি। ব্যাট হাতে ৫১.৬৯ গড় ও ১৩৯.৭০ স্ট্রাইক রেটে ৬৭২ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক। এবারও তাকে নিয়েই পরিকল্পনা সাজানোর কথা ছিল চেন্নাইয়ের। তবে তার চোট বিপাকেই ফেলে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে।