promotional_ad

লক্ষ্ণৌতে ল্যাঙ্গারের সহকারী ক্লুজনার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে দুই চুক্তি শেষ হওয়ার পর তাকে সরিয়ে দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ফ্লাওয়ারের জায়গায় লক্ষ্ণৌর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ও কোচের সহকারী হিসেবে এবার ল্যান্স ক্লুজনারকে নিয়োগ দিলো লক্ষ্ণৌ।


সাউথ আফ্রিকার এসএ২০ লিগে সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির অন্য একটি দলের দায়িত্ব ছিলেন ক্লুজনার। সাউথ আফ্রিকার এই কোচের অধীনে এবারের আসরে ফাইনাল খেলেছে ডারবান সুপার জায়ান্টস। এবার লক্ষ্ণৌর সহকারী কোচ হিসেবে আইপিএলে কাজ করবেন তিনি।



promotional_ad

এর আগেও আইপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে ক্লুজনারের। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করেছেন তিনি। ২০২৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন প্রোটিয়া এই কোচ।


সেবার চ্যাম্পিয়নও হয়েছিল গায়ানা। আইপিএলের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কাজ করেছেন ক্লুজনার। যেখানে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হকদের রাজশাহী কিংসদের কোচ ছিলেন তিনি।


এ ছাড়া তামিল নাডু প্রিমিয়ার লিগে লাইকা কোভাই কিংসেও কাজ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে ক্লুজনারের। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে করেছেন তিনি। এ ছাড়া জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার হয়েও ভিন্ন ভূমিকাতে ছিলেন ক্লুজনার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball