promotional_ad

সাকিবের প্রশংসা করে হৃদয়-শরিফুলকে বেছে নিলেন তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোখের সমস্যার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না সাকিব আল হাসান। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং পারফর্মও করেছেন। ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করা সাকিবের প্রশংসা করেছেন তামিম ইকবাল। তবে টুর্নামেন্টের উল্লেখযোগ্য ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বলতে গিয়ে তাওহীদ হৃদয় এবং শরিফুলকে বেছে নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক।


২০২৩ সালটা স্বপ্নের মতো কাটিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শরিফুল ইসলাম। আগের বছরের ছন্দটা ধরে রেখেছিলেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। দুর্দান্ত ঢাকা দল হিসেবে নিষ্প্রভ থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন শরিফুল। প্লে অফে উঠতে না পারা ঢাকার হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।


প্লে অফে খেলতে না পারলেও শরিফুল জিতেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার। এদিকে পুরো টুর্নামেন্টে গতি, সুইং আর স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানানো শরিফুলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তামিম। বরিশালের অধিনায়ক জানান, বাঁহাতি এই পেসার সত্যিই দুর্দান্ত বোলিং করেছেন।



promotional_ad

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘পারফরম্যান্সের কথা বললে কয়েকটি নাম আসবে। যদি শরিফুলের কথা চিন্তা করেন, পুরো টুর্নামেন্টে সে সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। দূর্ভাগ্যবশত তার দল হয়তো ভালো করেনি, কিন্তু সে খুব ভালো বোলিং করেছে।’


সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে বাজিমাত করার পর কোটি টাকায় হৃদয়কে দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান রানার্স আপদের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ১৪ ইনিংসে ১৪৯.৫১ স্ট্রাইক রেটে করেছেন ৪৬২ রান। ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও পেয়েছেন হৃদয়।


তরুণ এই ব্যাটারের ইম্প্যাক্ট অবিশ্বাস্য ছিল বলে জানান তামিম। হৃদয়কে নিয়ে অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘তাওহীদ হৃদয় মনে হয়, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে তার ইম্প্যাক্ট ছিল বিশাল। ও যেদিন রান করেছে, কুমিল্লার হয়ে ইম্প্যাক্ট অবিশ্বাস্য ছিল।’


বিশ্বকাপ থেকে চোখের সমস্যা বয়ে বেড়ানো সাকিব ভুগেছেন বিপিএলের শুরুর দিকে। টুর্নামেন্টের মাঝখানে সিঙ্গাপুরে ডাক্তারও দেখাতে যেতে হয়েছে তাকে। ব্যাটিংয়ে সমস্যা হওয়ায় স্ট্যান্সও পরিবর্তন করতে হয়েছে সাকিবকে। তবে বিপিএলের মাঝ পথে এসে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করতে থাকেন।



ফাইনালে খেলতে না পারলেও রংপুরের সাফল্যে বড় অবদান রেখেছেন সাকিব। ব্যাটিংয়ে ১৫৮.৩৮ স্ট্রাইক রেটে ২৫৫রান করেছেন। বোলিংয়ে চিরচেনা সাকিব নিয়েছেন ১৭ উইকেট। এমন পারফর্ম করা সাকিবের প্রশংসা করেছেন তামিম। তবে এবারের বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে হৃদয় এবং শরিফুলকে বেছে নিয়েছেন তিনি।


তামিম বলেন, ‘সাকিব ব্যাটে-বলে ভালো করেছে। শুরুটা হয়তো ভালো ছিল না। কিন্তু মাঝের দিকে ও শেষে সে খুব ভালো করেছে। এরকম অনেকেই আছে যারা ভালো করেছে। তবে হৃদয় ও শরিফুলের কথা আমার বলতেই হবে। হৃদয়ের কিছু ইনিংস অবিশ্বাস্য ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball