promotional_ad

তাইজুলকে নেয়ায় একটা দল হাসাহাসি করেছিল: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর??ট ||


আরো পড়ুন

‘বরিশালের বেঞ্চ দিয়ে অন্য দলের চেয়ে ভালো দল বানানো যাবে’

৩১ জানুয়ারি ২৫
বিপিএলে রীতিমতো উড়ছে ফরচুন বরিশাল, ক্রিকফ্রেঞ্জি

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অসাধারণ বোলিং করেছেন তাইজুল ইসলাম। ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর পেছনে দারুণ ভূমিকা ছিল এই স্পিনারের। অথচ আসরের আগে ড্রাফটে যখন বরিশাল তাকে দলে ভেড়ায়, তখন অন্য একটি ফ্র্যাঞ্চাইজি বিদ্রুপ করেছিল! ফাইনাল জেতার পর এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল।


ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নিয়মিত মুখ হিসেবে দেখা হয় তাইজুলকে। অসাধারণ এই বাঁহাতি স্পিনারকে সীমিত ওভারের ক্রিকেটে সেভাবে বিবেচনা করা হয় না। এ কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সেভাবে বিবেচিত হন না তাইজুল।



promotional_ad

যদিও এবারের বিপিএল নিলামে তাকে দলে ভেড়ায় বরিশাল। দলটির হয়ে দারুণ পারফর্ম করা তাইজুল আট ম্যাচে নিয়েছেন নয়টি উইকেট। ইকোনমি রেট মাত্র ৫.৬৫। সেরা বোলিং ২০ রান খরচায় তিন উইকেট। অথচ তাকে দলে নেয়ায় বরিশালকে বিদ্রুপ করেছিল আরেকটি ফ্র্যাঞ্চাইজি।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

গতকালের ফাইনাল শেষে তামিম বলেন, 'বলাটা হয়তো উচিত হবে না, তবে এটাই সঠিক সময় বলার। তাইজুলকে যখন ড্রাফট থেকে বাছাই করেছিলাম, তখন একটি দল হাসাহাসি করেছিল। তাতে আমার অনেক খারাপ লেগেছিল। কারণ একটি আন্তর্জাতিক ক্রিকেটারকে আমি দলে নেওয়ায়, আরেক পাশে একটি দল হাসাহাসি করছে।'


'সে যেভাবে অবদান রেখেছে, তাতে আমি খুবই খুশি। এই পারফরম্যান্সের কারণে বিসিবিও তাকে পুরস্কৃত করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডেকে। ’



এদিকে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ডেকেও সাহসিকতার পরিচয় দিয়েছে বরিশাল। লম্বা সময় ধরে কোমরের চোটে মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। এবার ৯ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ছিল মাত্র ৬.৮১।


তাকে নিয়ে তামিম বলেন, 'সাইফউদ্দিনের অন্তর্ভুক্তিটা ছিল খুব গুরুত্বপূর্ণ। ইনজুরি কাটিয়ে ওঠে সাইফউদ্দীনকে দলে টানা এবং খেলানো ছিল বিরাট ‘ক্রিকেট গ্যাম্বল।’ সেই গ্যাম্বলটা খুব সফল হয়েছে। সাইফউদ্দিন নিজের অন্তর্ভুক্তির যথার্থতার প্রমাণ দিয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball