পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে শ্রীলঙ্কা

ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

|| ডেস্ক রিপোর্ট ||
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট খেলতে ১লা মার্চ বাংলাদেশে আসার কথা ছিল শ্রীলঙ্কার। তবে নির্ধারিত সূচির একদিন আগেই বাংলাদেশে পা রেখেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা-অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। ২৭ জনের বহর নিয়ে ঢাকা থেকে এবার তাদের গন্তব্য সিলেট।
সেখানে পৌঁছে পরদিন থেকে অনুশীলনে নামতে পারে শ্রীলঙ্কা। কারণ আগামী ৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।

এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
পরের টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এদিকে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২৯ ফেব্রুয়ারি সিলেটে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশেরও কয়েক জন ক্রিকেটারের।