ধর্মশালা টেস্টের দলে বুমরাহ, নেই কুলদীপ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে এরই মধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। আগামী ৭ মার্চ দুই দল সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নামতে চলেছে ধর্মশালায়। এই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
চোটের কারণে এই ম্যাচে নেই লোকেশ রাহুল। অন্যদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়নি স্কোয়াডে। মূলত তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফির ফাইনালে খেলার জন্য তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হয়েছে। এই টেস্ট দিয়ে আবারও ফিরছেন জসপ্রিত বুমরাহ।

রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে বুমরাহকে ছাড়াই খেলেছে ভারত। তারা এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল। যদিও বুমরাহকে ছাড়াই রাঁচি টেস্ট জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। বুমরাহ এখনও এই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি।
১৩.৬৪ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি মাত্র ৩ ম্যাচ খেলে। এদিকে ভারতের বিপক্ষে সিরিজ হেরে ৮ নম্বরে নেমে গেছে বেন স্টোকসের দল। অন্যদিকে ২ নম্বরে রয়েছে ভারত। আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড-ভারত দুই দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ।
ভারতের স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াসভি জায়সাওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত, দেবদূত পাডিকাল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।