promotional_ad

কুমিল্লা কখনও ফাইনালে হারেনি, এবার হয়তো হারবে: মুশফিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে ৩৮ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে বরিশালের বড় জয় পেতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি।


বিপিএলের গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফাইনালে খেলেছিলেন মুশফিক। তবে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। এবার সেই অপূর্ণতা বরিশালের হয়ে ঘুচাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। ফাইনালে তাদের প্রতিপক্ষ বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।



promotional_ad

এর আগে চারবার ফাইনালে খেলে প্রত্যেকবারই শিরোপা উঁচিয়ে ধরেছে দলটি। মুশফিক এবার কুমিল্লার এই ধারায় বাঁধা ???য়ে দাঁড়াতে চান। তিনি মনে করেন এবারই হারতে পারে লিটন দাসের দল। টুর্নামেন্টে এতো দূর এসে খালি হাতে ফিরতে চান না তিনি।


এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'আমার তো ইচ্ছে আছে। সবারই তো ইচ্ছে থাকে। সবটাই ওপর ওয়ালার ইচ্ছা। এতো দূর এসেছি আশা করি যেন চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা আগে কখনও হারেনি, বলা যায় না এবার হয়তো হারবে।'


বরিশালে মুশফিকের সঙ্গে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। টুর্নামেন্ট শুরুর আগে বরিশালকে বুড়োদের দল বলেও অনেকে ঠাট্টা করেছিলেন। মুশফিক মনে করেন প্রত্যেক ফরম্যাটেই অভিজ্ঞতার দাম আছে। তরুণ ও অভিজ্ঞতার সমন্বয় খুবই জরুরী।



তিনি বলেন, 'টুর্নামেন্ট শুরুর আগে বললেন বরিশাল তো সবচেয়ে বুড়োদের টিম। এক্সপেরিয়েন্স দিয়ে টি-টোয়েন্টি খেলা হয় না। এই যে দেখুন আমরা এখানে আছি। আমার মনে হয় এই ধারণাটা ভুল। যেকোনো ফরম্যাটেই অভিজ্ঞতার দাম আছে। টি-টোয়েন্টি, টেস্ট, ওয়ানডে সব জায়গাতেই। এটাই দুনিয়ার নিয়ম। নতুনরা আসবে পুরোনোরা চলে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball