promotional_ad

ভারতের ৩০ জনের কেন্দ্রীয় চুক্তিতে নেই আইয়ার-ইশান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) বলার পরও ঘরোয়া ক্রিকেটে খেলেননি শ্রেয়াস আইয়ার এবং ইশান কিশান। শাস্তি হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তারা দুজন। কদিন ধরেই এমন গুঞ্জন চলছিল ভারতের সংবাদমাধ্যমগুলোতে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বিসিসিআইয়ের ৩০ জনের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি ইশান এবং আইয়ারকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের দলে ছিলেন আইয়ার। তবে তৃতীয় টেস্টের আগে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় ভারত। সেই সময় আইয়ারকে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিল বিসিসিআই। তবে আইয়ার মুম্বাইকে জানান পিঠের সমস্যার কারণে তিনি খেলতে পারবেন না। কিন্তু বিপত্তি বাঁধে ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান নিতিন প্যাটেলের মেইলে।


বিসিসিআই বরাবর মেইল লিখে প্যাটেল জানান, আইয়ার ফিট ছিলেন। এমন তথ্যের পর বিপাকে পড়েন আইয়ার। যে কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে সরিয়ে দিয়েছে ভারত। এদিকে সাউথ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়েছিলেন ইশান। ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই সময় দুবাইয়ে পার্টি করতে গিয়েছিলেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার।


ভারতীয় সংবাদমাধ্যমগুলো তখন জানায়, ইশানের এমন কাণ্ডে অসন্তুষ্ট প্রধান নির্বাচক অজিত আগারকার। জাতীয় দলে ফিরতে ইশানকে রঞ্জি খেলতে বলেছিলেন রাহুল দ্রাবিড়। তবে প্রধান কোচের কথা একেবারেই কানে নেননি ইশান। উল্টো মুম্বাইয়ের হয়ে রঞ্জি না খেলে আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছে। যার শাস্তি হিসেবে কেন্দ্রী চুক্তি থেকে তাকেও বাদ দিয়েছে বিসিসিআই।



promotional_ad

চার ক্যাটাগরিতে মোট ৩০ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। সবচেয়ে উপরে থাকা ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার। যেখানে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার।


রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এখানে আছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া। ক্যাটাগরি ‘বি’তে রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। সূর্যকুমার যাদবের সঙ্গে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে ঋষভ
পান্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সাওয়াল। সবচেয়ে বেশি ১৫ জন ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে। যেখানে জায়গা পেয়েছেন রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, জিতেশ শর্মার মতো তরুণরা।


ভারতের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:


‘এ+’ ক্যাটাগরি- রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা


‘এ’ ক্যাটাগরি- রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া



‘বি’ ক্যাটাগরি- সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সাওয়াল


‘সি’ ক্যাটাগরি- রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিভাম দুবে, রবি বিষ্ণই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিধ কৃষ্ণা, আভেষ খান এবং রজত পাতিদার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball