‘চেহারা নয় বল দেখে ক্রিকেট খেলা হয়’
.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ছাপিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার রূপ নিয়েছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বৈরথে। যেখানে আছে তামিম ও ফজলহক ফারুকির লড়াইও। সেটার একটা বড় কারণ আফগানিস্তানের এই পেসারের বিপক্ষে তামিমের দূর্বলতা। যদিও মিজানুর রহমান বাবুল সেটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। বরং বরিশালের প্রধান কোচের দাবি, খেলাটা চেহারা নয় বল দেখে হয়।
সাকিব ও তামিমের সম্পর্কের টানাপোড়ন শুরু হওয়ায় এবারের বিপিএলে বাড়তি মাত্রা পেয়েছে রংপুর এবং বরিশালের ম্যাচ। এখন পর্যন্ত দুই দেখায় একটি ম্যাচ জিতেছে দুটি দলই। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে আবারও আলোচনায় সাকিব-তামিমের দ্বৈরথ। তবে এখানে উঁকি দিচ্ছে তামিম ও ফারুকির লড়াইও। সেটার অবশ্য বিশেষ কারণও।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ চার ওয়ানডেতে ভালো করতে পারেননি তামিম। আরও নির্দিষ্ট করে বললে ফারুকির বিপক্ষে যেন দাঁড়াতেই পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। এখন পর্যন্ত চার দেখায় ফারুকির বিপক্ষে সবকটিতেই আউট হয়েছেন তামিম। ওয়ানডেতে ফারুকির বিপক্ষে ৪৬ বল খেলে মাত্র ২০ রান করেছেন তিনি। যদিও সেটার পূনরাবৃত্তি ঘটার কোনো কারণ দেখছেন না বাবুল।
বরিশালের প্রধান কোচ বলেন, ‘আমার মনে হয়, ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন আর ওই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ্ তামিমও খুব ভালো অবস্থানে আছে। আর বললাম তো, দুই-তিন বছর আগের ঘটনা। এখন সেটা পুনরাবৃত্তি ঘটার কোনো কারণ দেখছি না।’
এদিকে বাবুল জানিয়েছেন, ক্রিকেট খেলাটা চেহারা দেখে হয় না। তিনি বলেন, ‘বল টু বল খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বোলিং করছে তা দেখে না। সেটা ভালো বল না খারাপ বল... বল দেখে ক্রিকেট খেলা হয়, চেহারা দেখে ক্রিকেট খেলা হয় না। আর আমি ইদানীং দেখছি, খুবই সাকিব-তামিম... আমার মনে হয়, এটা স্বাভাবিক একটা জায়গায় এলে ভালো হয়। সবাই ভালো থাকে।’
এবারের বিপিএলে সাকিব ও তামিমের লড়াই আলাদা মাত্রা যোগ করলেও সেটিকে খুব বেশি নজর দিচ্ছেন না বাবুল। বরিশালের হয়ে চারশর বেশি রান করেছেন তামিম। এদিকে রংপুরের জার্সিতে সাকিব দুইশর বেশি রান করার সঙ্গে নিয়েছেন ১৭ উইকেট। বাবুলের চাওয়া তামিম সেরা ক্রিকেট খেলুক এবং দলকে জিতিয়ে ফিরুক।
তিনি বলেন, ‘আমরা নিজেদের খেলাটা উপভোগের চেষ্টা করি। তখন তামিম-সাকিবের জিনিসটা আমাদের মাথায় আসে না। আমি চাই, আমরা যেই দলে কাজ করি... তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। এই জিনিসটা উপভোগ করি। মাঠের খেলাটা উপভোগ করি।’