promotional_ad

ভারতের কাছে সিরিজ হারে লজ্জার কিছু দেখছেন না নাসের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

১৫ ঘন্টা আগে
ফাইল ছবি

রাঁচি টেস্টে সিরিজ সমতায় ফেরার দারুণ আভাস দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বেন স্টোকসের দলকে তা আর করতে দেয়নি স্বাগতিক ভারত। ব্যাটে-বলে দারুণ লড়াইয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে সফরকারীরা। কিন্তু ভারতের কাছে এমন হারে লজ্জার কিছুই দেখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।


সিরিজটা দারুণভাবেই শুরু করেছিল স্টোকসরা। হায়দরাবাদে ভারতকে ২৮ রানে হারিয়ে বাজবলের শক্তি দেখিয়েছিল দলটি। কিন্তু পরের তিন ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে। যদিও চতুর্থ টেস্টে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল স্টোকসরা। কিন্তু রোহিতরা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। চতুর্থ দিনই ম্যাচ নিজেদের করেন। তাই জয়ের কৃতিত্বটা ভারতকে দিতে চান নাসের।



promotional_ad

সাবেক এই ক্রিকেটার বলেন, 'ইংল্যান্ড ম্যাচটা চতুর্থ দিন হারেনি। হেরেছে তৃতীয় দিন। ভারত দারুণ ভাবে ম্যাচটা ঘুড়িয়েছে। সত্য করা বলতে এই সিরিজে ভারত যেভাবে খেলেছে, আমার মতে তারাই এই কৃতিত্বটা পায়। ভারত কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই খেলেছে এবং এখানে অনেক ক্রিকেটারই দলে ছিল না। এরপরও তারা দারুণ পারফরম্যান্স করেছে।'


মূলত ম্যাচের দ্বিতীয় দিন দলটির তরুণ স্পিনার শোয়েব বশিরের স্পিনে দিশেহারা হয়ে উঠে রোহিতরা। ফলে তৃতীয় দিন ইংল্যান্ডের হাতে সুযোগ ছিল বড় লিড নেয়ার। কিন্তু ভারতের মিডল অর্ডার ব্যাটার ধ্রুব জুরেলের ৯০ রানের ইনিংসে মাত্র ৪৬ রানের লিড পায় ইংল্যান্ড। এরপর ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।


১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত, শুভমান গিলের হাফসেঞ্চুরি ও জুরেলের দারুণ ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় ভারত। এ নিয়ে ঘরের টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল ভারত। ফলে এমন দলের বিপক্ষে লজ্জার কিছু দেখছেন না নাসের। তবে স্টোকসদের ম্যাচ হারের কারণটাও জানিয়েছেন তিনি।

নাসেরের ভাষ্যমতে, 'ঘরের মাঠে তাদের রেকর্ড অসাধারণ। তাই এই দলের বিপক্ষে হারাতে লজ্জার কিছুই নেই। সেটা হোক একটা টেস্ট ম্যাচ অথবা সিরিজ। আপনি ম্যাচের গুরুত্বপূর্ণ দিকগুলো দেখুন, কোথায় আপনার ম্যাচটা হাত থেকে ফসকে গিয়েছে। আর ইংল্যান্ডের জন্য সেটা তৃতীয় দিন হয়েছে। যেখানে আপনি ১০০ রানের লিড নিতে পারতেন, সেখানে আপনি পেয়েছেন ৪৬ রানের লিড।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball