promotional_ad

হৃদয়ের সঙ্গে জুটি, লিটনের কাছে জীবনের সেরা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশাল রান তাড়ায় দুই প্রান্ত থেকেই রীতিমতো তাণ্ডব চালালেন লিটন দাস এবং তাওহীদ হৃদয়। দুজনের চোখ জুড়ানো ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে স্রেফ উড়িয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়নদের আরও একবার ফাইনালে তুলতে সবটাই করেছেন লিটন ও হৃদয়। দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ১৪৩ রান। ম্যাচসেরা হয়ে লিটন জানালেন, এমন জুটি তার জীবনের সেরা।


শুরুতে রংপুরকে চেপে ধরলেও সেখান থেকে নুরুল হাসান সোহানের দলকে টেনে নিয়ে গেছেন জিমি নিশাম। মুশফিক হাসানদের ওপর ঝড় তুলে রংপুরকে এনে দিয়েছেন ১৮৫ রানের পুঁজি। নিউজিল্যান্ডের নিশাম অপরাজিত ছিলেন ৯৭ রানের ইনিংস খেলে। বড় লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় কুমিল্লা। ফজলহক ফারুকির বলে টপ এজ হয়ে ফেরেন সুনিল নারিন।



promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার ফেরার পর তিনে নেমে লিটনকে সঙ্গ দিতে থাকেন হৃদয়। শুধু সঙ্গই দেননি রংপুরের বোলারদের নাভিঃশ্বাস তুলে ফেলেছিলেন তরুণ এই ব্যাটার। লিটন নিজেও কম যাননি। হাফ সেঞ্চুরির পর হৃদয় ফেরেন ৬৪ রানের ইনিংস খেলে। লিটন অবশ্য করেছেন ৮৩ রান। তারা দুজনে মিলে গড়েন ১৪৩ রানের অনবদ্য জুটি। সেটিই অবশ্য কুমিল্লাকে জয় এনে দিয়েছে।


ম্যাচ শেষে লিটন জানালেন, নন স্ট্রাইক প্রান্ত থেকে হৃদয়ের ব্যাটিং দেখতেই ভালো লাগছিল। কুমিল্লার অধিনায়ক নিজেদের জুটি নিয়ে বলেন, ‘আমার জীবনে তো সেরা…এমন কখনো হয়নি যে এত ভালো পার্টনারসহ ব্যাটিং করেছি। যেভাবে সে ব্যাটিং করেছে, সেটা অসাধারণ। নন–স্ট্রাইক থেকে দেখতে ভালো লাগছিল। তার থেকে বড় জিনিস, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেক পার্টনারকে রিলিফ করে দেওয়া। আমার মনে হয় সে আমাকে পুরো রিলিফ করে দিয়েছে খেলাটা বড় করার জন্য।’


এর আগে ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের সঙ্গেও দারুণ এক জুটি গড়েছিলেন লিটন। ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি করে বাংলাদেশকে জয়ও এনে দিয়েছিলেন তিনি। নিজের প্রথম বিশ্বকাপে এমন জুটির কথা নিশ্চিতভাবেই মনে রাখতে চাইবেন লিটন। তবে ফরম্যাট বিবেচনায় হৃদয়ের সঙ্গের জুটিকে বিশেষই ভাবছেন কুমিল্লার অধিনায়ক।



লিটন বলেন, ‘দেখুন, সেটা আন্তর্জাতিক ক্রিকেট প্লাস ৫০ ওভারের খেলা। এটা টি-টোয়েন্টি। অবশ্যই সেটা আমার জীবনের প্রথম বিশ্বকাপের ম্যাচ ছিল, সাকিব ভাইয়ের সঙ্গে সেটাও অন্য রকম ছিল। কিন্তু এটাও আলাদা। সংস্করণটা আলাদা তো, এই জন্য আমি বললাম। টি-টোয়েন্টিতে পার্টনারসহ আমি এ রকম ইনিংস খেলিনি।’


ধারাবাহিকতা ধরে রাখার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সাধারণত আমরা টি-টোয়েন্টিতে বড় বড় রান তাড়া করি না। সেদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। দুজনই বাংলাদেশি। দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি যেন আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball