চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন হার্দিক

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গোঁড়ালির চোটে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। মিস করেছেন বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন হার্দিক। খেলছেন স্থানীয় একটি টি-টোয়েন্টি লিগে।
২০২৩বিশ্বকাপে পুনেতে বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময় গোঁড়ালির চোটে পড়েছিলেন হার্দিক। প্রথমে চোট নিয়ে খুব বেশি শঙ্কা না থাকলেও পরবর্তীতে বিশ্বকাপে আর কোনো ম্যাচ খেলে হয়নি তার। মাঝে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সঙ্গে ভারত সিরিজ খেললেও ছিলেন না এই অলরাউন্ডার।

এই সময় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়াতে ছিলেন হার্দিক। গুঞ্জন ছিল এবারের আইপিএলে নাও দেখা যেতে পারে তাকে। সেই গুঞ্জন অবশ্য এখন ভেস্তে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএল খেলতে নামার আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন হার্দিক।
মুম্বাইয়ের একটি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে' রিলায়েন্স-১ এর হয়ে খেলেছেন ভারতের এই অলরাউন্ডার। যেখানে তিন ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এরপর ১০ নম্বরে ব্যাট করতে নেমে ৪ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন তিনি।
হার্দিক শেষ দুই মাস ধরেই নিজের সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার জন্য কাজ করছেন। বর্তমানে তার অবস্থাও বেশ ভালো। যেখানে গত সপ্তাহে ভারতের কর্ণাটকের আলুরে একটি অনুশীলন ম্যাচে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে তার সঙ্গে ঋষভ পন্তও ছিলেন। সেখানে জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমিতে ট্রেইনার ও প্রশিক্ষকরা তাদের ফিটনেসের পর্যবেক্ষণ করেছিল।
সেই ফিটনেসের উপর ভিত্তি করেই ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে হার্দিককে খেলার সুযোগ দেন এনসিএ। অবশ্য হার্দিকের আইপিএলে ফেরা এখনো নিশ্চিত নয়। মূলত মার্চের শুরু থেকে আরো একটি অনুশীলন ক্যাম্প শুরু করবে এনসিএ। সেটার উপর ভিত্তি করেই আইপিএলের খেলার অনুমতি মিলবে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের।