হেরেও বাশির-হার্টলিদের নিয়ে গর্বিত স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৩৬ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ভারতকে চেপে ধরলেও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি ইংল্যান্ড। শুভমান গিল এবং ধ্রুব জুরেলের দারুণ জুটিতে ম্যাচ জিতে নিয়েছে ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সিরিজ হারলেও তরুণ স্পিনারদের পারফরম্যান্সে গর্বিত বেন স্টোকস।
রাঁচিতে আশা জাগানিয়া শুরুই করেছিল ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ৩৫৩ রান তোলার পর ভারতকে থামায় ৩০৭ রানে। যদিও আরও আগেই ভারতকে আটকাতে পারতো ইংলিশরা। শোয়েব বাশির ৫ এবং টম হার্টলি ৩ উইকেট নেয়ার পরও তিনশ পেরোয় ভারতের রান। ৪৬ রানের লিড পেলেও ভারতকে বড় লক্ষ্য দিতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে স্টোকসের দল অল আউট হয় মাত্র ১৪৫ রানে। দুইশর কাছাকাছি রান তাড়ায় শুরু থেকেই দাপুটে ছিল রোহিত শর্মার দল। তবে মাঝে ইংল্যান্ডের স্পিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। বাশির, হার্টলি এবং জো রুটের স্পিনে মাত্র ৩৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। যদিও গিল এবং জুরেলের ব্যাটে সিরিজ নিশ্চিত করে ভারত।

স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে বাজবল ঘরানায় এটিই ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ হার। পুরো টেস্টে স্পিনাররা নিয়েছেন ১৩ উইকেট। এদিকে পুরো সিরিজ জুড়েই দারুণ বোলিং করেছেন অনিভিজ্ঞ বাশির-হার্টলিরা। চোটের কারণে জ্যাক লিচের মতো স্পিনার না থাকার পরও বাশিররা যেভাবে বোলিং করেছেন তাতে তরুণদের নিয়ে গর্বিত স্টোকস।
ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এটা দারুণ একটা টেস্ট ম্যাচ। আপনি যদি স্কোরবোর্ড দেখেন তাহলে হয়ত এটা বলতে ভারত ৫ উইকেটে জয় পেয়েছে। কিন্তু আমরা যেভাবে খেলেছি এটা আপনাকে সেটির কৃতিত্ব দেবে না। আমার দলকে নিয়ে আমি শুধু গর্বিতই হতে পারি। আমার বেশ কয়েকজন অনভিজ্ঞ স্পিনার আছে। কিন্তু তারা যেভাবে এফোর্ট দিয়েছে তাতে আমি গর্বিত।
নিজের অভিষেকেই ৭ উইকেট নিয়েছিলেন হার্টলি। এদিকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন বাশির। অভিজ্ঞতা না থাকার পরও ভারতের মাটিতে সাফল্য পেয়েছেন তারা। ক্রিকেট বিশেজ্ঞরা খুব বেশি কৃতিত্ব না দিলেও স্টোকস তরুণদের নিয়ে খুশি। সেই সঙ্গে দুই দলে বেশ কয়েকজন তরুণ পারফর্ম করায় টেস্টের ভবিষ্যতের কথা ভেবে ভালো লাগছে ইংল্যান্ডের অধিনায়কের।
স্টোকস বলেন, ‘আমার অধিনায়কত্বের একটা অংশ হলো তরুণদের আনন্দ করতে দেয়া এবং ভারতের মতো কঠিন কন্ডিশনে স্বাধীনতা দেয়া। আমি টেস্ট ক্রিকেটের ভক্ত। দুই দলেই বেশ কয়েকজন তরুণ এসেছে, যা ভবিষ্যতের জন্য ভালো ব্যাপার। আপনি যদি গতকালের কথা বলেন তাহলে যেকোনো কিছু সম্ভব ছিল। এখানে স্পিনারদের বিপক্ষে খেলা খুবই কঠিন। আমরা জানতাম উইকেট ভালো হবে না।’