promotional_ad

প্লে অফের আগে বর্ষনকে দলে ভেড়াল কুমিল্লা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে আগামীকাল দলটি খেলতে নামবে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে। এর একদিন আগেই বর্তমান চ্যাম্পিয়নরা চমক দেখালো অনূর্ধ্ব-১৯ এর পেসার রোহনাত দৌল্লা বর্ষনকে দলে ভেড়িয়ে।


কিছুদিন চট্টগ্রামে বিপিএলের নেট অনুশীলনের সময় মাথায় আঘাত পান দলটির অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। ফলে গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচে তাকে দলে পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। তাই ফিজের বদলে শেষ দুই ম্যাচে দলটির একাদশে দেখা যায় অনূর্ধ্ব-১৯ এর পেসার মুশফিক হাসানকে।



promotional_ad

দলে সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ২১ বছর বয়সী মুশফিক। যেখানে রংপুরের বিপক্ষে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এমনকি শেষ ম্যাচ ফরচুন বরিশালের বিপক্ষেও ১৯ রান দিয়ে দুই উইকেট তুলে নেন। এরপরও দলের শক্তি বাড়াতে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে অনূর্ধ্ব-১৯ এর আরেক পেসার বর্ষনকে।


বর্ষন সবশেষ খেলেছেন যুব এশিয়া কাপে। যেখানে ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন এই তরুণ পেসার। যদিও সুপার সিক্সে টাইগাররা পাকিস্তান যুবাদের কাছে পাঁচ রানে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গিয়েছিল। কিন্তু সেই ম্যাচ বল হাতে দারুণ লড়াই করেছিলেন ১৮ বছর বয়সী বর্ষন। নিয়েছিলেন ৮ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট।


আগামীকাল রংপুরের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টটির চারবারের চ্যাম্পিয়নরা। ম্যাচে জিততে পারলে সরাসরি ফাইনালে চলে যাবে। হারলে সুযোগ থাকবে আরেকটি ম্যাচের। যেখানে আগামীকাল বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার বিজয়ীর সঙ্গে খেলে ফাইনাল নিশ্চিত করতে হবে।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball