promotional_ad

‘হার্দিকের নেতৃত্বে খেলতে অস্বস্তিবোধ করবে রোহিত’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মুম্বাই ইন্ডিয়ান্সের তো বটেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রোহিত শর্মা। তবে এবারের মৌসুমের আগে সরিয়ে দেয়া হয়েছে তাকে। দলটির নেতৃত্বভার তুলে দেয়া হয়েছে দুই মৌসুম পর মুম্বাইয়ে ফিরিয়ে আনা হার্দিক পান্ডিয়াকে। সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, হার্দিকের অধীনে খেলতে খানিকটা অস্বস্তিবোধ করতে পারেন রোহিত।


প্রথম থেকেই মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। দলটির হয়ে পাঁচটি শিরোপাও জিতেছেন ভারতের এই অধিনায়ক। এদিকে মুম্বাইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয় হার্দিকের। তবে মাঝে মেগা নিলামের আগে ভারতীয় এই অলরাউন্ডারকে ছেড়ে দেয় ‍মুম্বাই। সেই সুযোগে হার্দিককে দলে নেয় গুজরাট টাইটান্স।



promotional_ad

দুই মৌসুমেই গুজরাটকে ফাইনালে নিয়ে গেছেন হার্দিক। সবশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও প্রথম আসরেই শিরোপা জিতেছিল তারা। অধিনায়ক হিসেবে বাজিমাত করার পর হার্দিককে নিজেদের ডেরায় ফিরিয়েছে মুম্বাই। দলে নিয়েই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।


যার ফলে হার্দিকের নেতৃত্বেই আইপিএল খেলতে হবে রোহিতকে। এটাতে ভারতের অধিনায়ক খানিকটা অস্বস্তিবোধ করেন বলে মনে করেন মাঞ্জরেকার। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এটা কঠিন কিছু হতে চলেছে। হার্দিক পান্ডিয়া এমন একজন যে সবসময় মজা করতে পছন্দ করে। মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমেও সেটা সে চালিয়ে যাবে।’


‘এটা খানিকটা অস্বস্তির হতে পারে। কারণ রোহিত শর্মা ভাবতে পারে সে আরও এক বছর অধিনায়ক হিসেবে থাকতে পারতো। সূর্যকুমার যাদবের মাথাও এমন কিছু চলতে পারে। এই মৌসুমে সেও মুম্বাইকে নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু হার্দিক পান্ডিয়া তাদের ওপর এটার প্রভাব পড়তে দেবে না। এটা দারুণ একটা ব্যাপার হবে।’



মুম্বাইকে পাঁচবার শিরোপা জিতিয়েছেন রোহিত। তার স্টাইলে ১০ বছর খেলেছে মুম্বাই। পার্থিব প্যাটেল মনে করেন, নতুন একটা স্টাইলে দলকে খেলানো হার্দিকের জন্য চ্যালেঞ্জিং হবে। সেই সঙ্গে পাঁচবারের শিরোপাজয়ী অধিনায়কের স্থলাভিষিক্ত হওয়ায় প্রচুর চাপে থাকবেন হার্দিক।


প্যাটেল বলেন, ‘হার্দিকের ওপর অনেক চাপ থাকবে। এটা চ্যালেঞ্জিং হবে কারণ সে এমন একজনের স্থলাভিষিক্ত হচ্ছে যিনি পাঁচবার শিরোপা জিতেছে এবং ১০ বছর একই ঘরানায় খেলেছে। এটা পরিবর্তন করা তার জন্য চ্যালেঞ্জিং হবে। যারা রোহিত শর্মার অধীনে খেলেছে তাদের জন্যও চ্যালেঞ্জিং।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball