আইপিএলের প্রথম ভাগে খেলা হচ্ছে না রিচার্ডসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দরাবাদে কার্সের বদলি মুল্ডার
১ ঘন্টা আগে
মাসখানেক আগে বিগ ব্যাশ লিগে (বিবিএল) ইনজুরিতে পড়েন ঝাই রিচার্ডসন। সাইড স্ট্রেইনের সেই ইনজুরি এখনও সারেনি তার। আর তাই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর ভাগে খেলা হচ্ছে না তার।
এমনটা জানিয়েছে রিচার্ডসনের আইপিএল দল দিল্লি ক্যাপিটালস। দলটির দুই ইনজুরি আক্রান্ত ক্রিকেটার ঋষভ পান্ত এবং অ্যানরিখ নরকিয়া আইপিএলের মাধ্যমে খেলায় ফিরলেও পাঁচ কোটি রুপিতে দলে ভেড়ানো রিচার্ডসনের সহসাই ফিরছেন না।

এই ব্যাপারে দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দাল বলেন, 'সে এখনও খেলার মধ্যে (অনুশীলনের মধ্যে) আছে। অবশ্যই আইপিএলের কোনো না কোনো অংশে (শেষদিকে) আমরা তাকে পাবো।'
ইনজুরিতে পড়ে শেষবারের বিবিএলের শেষদিকে খেলতে পারেননি পার্থ স্কোর্চার্সের এই পেসার। গ্যাবায় ব্রিসবেন হিটের বিপক্ষে স্কোর্চার্সের ম্যাচে চোট পান তিনি। পরবর্তী স্ক্যানে বাম পায়ের স্ট্রেনের তীব্রতা ধরা দেয়।
এই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হোম সিরিজেও খেলা হয়নি তার। অথচ ২০২২ সালের পর সেই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার কথা ছিল তার। রিচার্ডসনকে তার পুরো ক্যারিয়ারে বেশ কয়েকটি ইনজুরির মুখোমুখি হতে হয়েছে।
বিশেষ করে কাঁধের অস্ত্রোপচারের কারণে এখনও ভুগছেন এই পেসার। ২০২১ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন রিচার্ডসন । তারপরের দুই মৌসুমে আইপিএলে দেখা যায়নি তাকে।