টেস্ট স্পেশালিষ্টদের জন্য অন্য ফরম্যাট খেলা সহজ: তাইজুল

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা লাগলে তাদের খুব বেশি সাদা বলের ক্রিকেট খেলতে দেখা যায় না। এমনকি বোর্ডও তাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য বিবেচনা করে না। যদিও তাইজুল ইসলাম মনে করেন, যারা সাদা পোশাকের ক্রিকেট খেলেন কিংবা টেস্ট স্পেশালিষ্ট তাদের জন্য অন্য সংস্করণ খেলা সহজ।
ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিতি পেয়েছেন তাইজুল। সবশেষ কয়েক বছরে অবশ্য সাদা বলের ক্রিকেটে দেখা যাচ্ছে তাকে। মাঝে বেশ কয়েকটি ওয়ানডে খেললেও ২০২৩ বিশ্বকাপে সুযোগ মেলেনি বাঁহাতি এই স্পিনারের। টি-টোয়েন্টিতে সেভাবে অবশ্য দেখা মিলে না তাইজুলের।

যদিও এবারের বিপিএলের জন্য বাঁহাতি এই স্পিনারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত তাদের হয়ে চারটি ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। নিয়মিত টেস্ট খেললেও বর্তমানে নিজেকে তৈরি করছেন সাদা বলের ক্রিকেটের জন্যও। টেস্টে এক জায়গা ধরে বোলিং করার কারণে অন্য সংস্করণে খেলা সহজ হয় বলে জানান তাইজুল।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আপনারা হয়ত মানবেন কিনা জানি না টেস্ট হচ্ছে সবচেয়ে কঠিন খেলা। আপনি যখন টেস্টে প্রতিনিয়ত পারফর্ম করবেন, টেস্টে ভালো খেলবেন তখন অন্য খেলাগুলো কিন্তু সহজ হয়ে যায়। শুধুমাত্র টেস্টে একটা জায়গা মেইনটেইন করা গুরুত্বপূর্ণ। যখন আপনি একটা জায়গা মেইনটেইন করা শিখবেন তখন অন্যগুলো সহজ হয়ে যাবে। আমার কাছে মনে হয় যারা টেস্ট স্পেশালিষ্ট বা টেস্ট খেলে তাদের জন্য অন্য সংস্করণগুলো সহজ।’
বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে বরিশাল। শেষ ম্যাচ জিতে সেরা চারে আত্মবিশ্বাস নিয়ে যেতে চান তাইজুল। বাঁহাতি এই স্পিনার জানান, টুর্নামেন্টের শেষ দিকে এসে রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই।
তাইজুল বলেন, ‘জটিল কোনো পরিকল্পনা নেই। এখানে যত বেশি জিততে পারব এবং যত ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। যদি আমরা সামনে যেতে পারি তাহলে বড় দলের সঙ্গে কাজটা সহজ হয়ে যাবে। কালকে আমাদের বড় দলের সঙ্গে খেলা, এখানে এসে রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। আমার কাছে মনে হয় যত বেশি আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব তত ভালো।’
এদিকে কোনো দলকেই ছোট করে দেখতে চান না তাইজুল। তিনি বলেন, ‘মিরপুরে আসার কারণে আত্মবিশ্বাস কম-বাড়ার কিছু নেই। এখানে কোনো দলই ছোট না, সব দলেরই শক্তি আছে। যে দলটা যেদিন ভালো খেলবে সেই দলটাই সেদিন জিতবে। ওইদিনটা ভালো খেলা গুরুত্বপূর্ণ।’