promotional_ad

সময় হলেই জাতীয় দলে জায়গা হবে, বিশ্বাস জাকেরের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে জাকের-হৃদয়ের লম্বা লাফ

২৬ ফেব্রুয়ারি ২৫
তাওহীদ হৃদয় ও জাকের আলী, আইসিসি

ফরচুন বরিশালের বিপক্ষে ২০ বলে ২৩*, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২৭ বলে ২৯, রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ বলে ১৮*, খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ বলে ১৮*। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ৬-৭ নম্বরে নেমে এমন ইনিংস নিয়মিত খেলছেন জাকের আলী অনিক। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে জায়গা পাননি জাকের। এ নিয়ে অবশ্য আশাহত নন জাকের। সময় হলেই জাতীয় দলে জায়গা পাবেন, বিশ্বাস তার।


এই বিপিএলে দলের জয়ের জন্য যখন দ্রুত রান তোলা প্রয়োজন বা যখন দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়া প্রয়োজন তখনই ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ন হয়েছেন জাকের। খুলনার বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচেও ৩১ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে ৩.৩ ওভার হাতে রেখে ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছেন জাকের।



promotional_ad

সেই ম্যাচ শেষে কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এই ব্যাটারের প্রশংসা করেন। সেই সঙ্গে কিছুটা আক্ষেপও করেন। লম্বা সময় ধরেই বাংলাদেশ জাতীয় দলে একজন ফিনিশারের অভাব রয়েছে। সালাহউদ্দিনের মতে সেই অপূর্ণতা ঘুচাতে পারেন জাকের। যদিও জাকের এখনই এ নিয়ে ভাবছেন না। সময় হলেই জাতীয় দলে জায়গা পাবেন, বিশ্বাস তার।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

জাকের বলেন, 'দেখেন এগুলো নিয়ে চিন্তাই করি না। তিন সংস্করণে ভালো খেলছি এটাই সবচেয়ে বড় বিষয়। আমি লঙ্গার ভার্সনের ক্রিকেটকে সবচেয়ে বেশি পছন্দ করি। টি-টোয়েন্টিটাও পছন্দ করি। চেষ্টা করি যে যখন যে খেলাটা থাকবে সেখানে আমার সেরা পারফরম্যান্সটা দিতে। ইচ্ছা থাকে। আর সিলেকশন হবে, আমার যখন সময় আসে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আমার প্রক্রিয়ায় ঠিক থাকি। যখন সময় আসবে যায়গা মতো চলে যাবো।'


এর আগে জাকেরকে নিয়ে সালাহউদ্দি বলেছিলেন, 'জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনেহয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তাঁর স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের কঠিন মুহূর্তে রানটা করে দিচ্ছে এবং সে অনেক দায়িত্ববান।'



এদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে জেতার জন্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যখন শেষ ৪ ওভারে ৩৩ রান প্রয়োজন তখন হাসান মাহমুদের এক ওভারে তিন চার ও দুই ছক্কায় ২৫ রান নেন আন্দ্রে রাসেল। শেষদিকে মাত্র ১২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে কুমিল্লাকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন ক্যারিবিয়ান এই দানব।


রাসেলের সেই ইনিংসের প্রেক্ষিতে জাকের বলেন, 'দেখেন ওরা সবসময় ক্রিকেটকে উপভোগ করে। সবসময় ওরা ওদের প্রক্রিয়ায় থাকে। ড্রেসিংরুমে মজা করে। খেলা নিয়ে এতো চিন্তাই করে না। আমি দুই বছর ধরে আন্দ্রে রাসেলকে দেখছি, ব্যাটিংয়ে যাওয়ার আগে সে খুবই মজা করে, আড্ডা মারে। নারিনের সাথে। ওরা ওদের কথার মধ্যেই থাকে। ব্যাটিংয়ে নামার সময় আবার ওকে, সিরিয়াস। ওরা ওদের কাজে একদম শতভাগ দেয়, কোনো চাপ নেয় না। দেখলাম যে অনেক স্বাভাবিক থাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball