লিগের শেষ ম্যাচের আগে ফুলারকে দলে ভেড়াল বরিশাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ ম্যাচের আগে জেমস ফুলারকে স্কোয়াডে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সর বিপক্ষে মাঠে নামবেন এই অলরাউন্ডার।
এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি ফরচুন বরিশাল। তামিম ইকবালের দলের প্লে-অফে ওঠা নির্ভর করছে কুমিল্লার বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটির ওপর। আগামীকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

যদিও এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খানিকটা বিপদে পড়েছে বরিশাল। দলটির দুই বিদেশি তারকা কেশভ মহারাজ এবং টম ব্যান্টন চোট পেয়ে বিপিএলে ছেড়েছেন। সাউথ আফ্রিকার স্পিনার মহারাজ তিনটি ম্যাচ খেলেছেন এই বিপিএলে।
তিন ম্যাচে মহারাজ নেন তিনটি উইকেট। যদিও আঙুলের চোটের কারণে এই বাঁহাতি স্পিনারকে আর পাচ্ছে না বরিশাল। দলের আরেক বিদেশি ক্রিকেটার ব্যান্টন ভুগছেন কুঁচকির ইনজুরিতে। আইএল টি-টোয়েণ্টি শেষ করে গত ১৯ ফেব্রুয়ারি বরিশালের হয়ে খেলতে নামেন এই উইকেটরক্ষক ব্যাটার।
নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেন ২৪ বলে ২৬ রানের ইনিংস। কিন্তু চোটের কারণে তাকে আর পাচ্ছে না দলটি।
তবে বরিশাল ভক্তদের জন্য খানিকটা স্বস্তির খবর, এই দুই ক্রিকেটারের ঘাটতি পুষিয়ে নিতে এবার জেমস ফুলারকে দলে ভিড়িয়েছে ফরচুনরা। পেস বোলিং এই অলরাউন্ডার ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছেন। বরিশালের টিম হোটেলে ইতোমধ্যেই যোগ দিয়েছেন তিনি।