রাঁচিতে খেলা হচ্ছে না রাহুলের, বিশ্রামে বুমরাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল
১ মার্চ ২৫
রাঁচি টেস্টে খেলা হচ্ছে না লোকেশ রাহুলের। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। আর তাই এই টেস্টেও দর্শক হিসেবে থাকতে হচ্ছে তাকে। রাঁচিতে বিশ্রাম পেয়েছেন জসপ্রীত বুমরাহ। দলে ফিরেছেন মুকেশ কুমার। যদিও বুমরাহ না থাকায় অভিষেক হতে পারে আকাশ দিপের।
হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে রাহুলের ব্যাট থেকে এসেছিল দুই ইনিংসে যথাক্রমে ৮৬ এবং ২২ রান। তবে সেই ম্যাচে আঘাতের কারণে তিনি পরের টেস্টটি মিস করেন। তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা থাকলেও উরুর ইনজুরি ঠিক না হওয়ায় চতুর্থ টেস্টেও ফেরা হচ্ছে না তার।
এদিকে টানা তিন টেস্ট খেলার পর বিশ্রাম পেতে যাচ্ছেন বুমরাহ। রাঁচিতে চতুর্থ টেস্টে তাকে স্কোয়াডেই রাখনি ভারত। চতুর্থ টেস্ট জিতে গেলে পঞ্চম টেস্টেও বিশ্রাম পেতে পারেন ভারতের এই পেসার।

মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পলিসির কারণেই বিশ্রাম দেয়া হয় বুমরাহকে। আগে থেকে গুঞ্জন থাকলেও ২০ ফেব্রুয়ারি রাতে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
হায়দরাবাদে প্রথম টেস্ট হারার পর বিশাখাপত্তনমে পরের টেস্টেই ৯ উইকেট নিয়ে দলকে সিরিজে ফেরান বুমরাহ। চলমান এই সিরিজে ১৩.৫৪ গড়ে ১৭ উইকেট নিয়ে এই ডানহাতি পেসারই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।
সিরিজের তৃতীয় টেস্টে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেয়া হয়েছিল মোহাম্মদ সিরাজকে। তবে চতুর্থ টেস্টে নিশ্চিতভাবেই খেলবেন তিনি। এদিকে বুমরাহ না থাকায় অভিষেক হতে পারে ৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৩.৫৮ গড়ে ১০৪ উইকেট নেয়া আকাশের।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একটিতে হারলেও ইতোমধ্যেই দুটি ম্যাচ জিতে গেছে ভারত। রাঁচি ও ধর্মশালায় শেষ দুই টেস্টে হার এড়ালেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।