promotional_ad

সিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৪ আগস্ট শুরু সিপিএল

১১ জানুয়ারি ২৫
সিপিএল শুরু হবে ১৪ আগস্ট, ফাইল ফটো

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পথচলায় শুরুর সঙ্গে মিশে ছিল জ্যামাইকা তালাওয়াহসের নাম। এই লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারাই। দলটি শিরোপা জিতেছে গত বছরও। সেই দলকে অবশ্য আসন্ন সিপিএলে আর দেখা যাবে না। জ্যামাইকা তালাওয়াহসের বদলি হিসেবে অ্যান্টিগা ও বারবুদার একটি দল আগামী আসরে খেলবে।


নতুন দলটির নাম অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। আগে থেকে গুঞ্জন থাকলেও গত ২০ ফেব্রুয়ারি সিপিএলে আত্মপ্রকাশ ঘটে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটির। তাদের আগমনী অনুষ্ঠানটি হয় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।



promotional_ad

তিনবারের সিপিএল চ্যাম্পিয়ন জ্যামাইকা ফ্র্যাঞ্চাইজিটি গতবছরই বিক্রি হয়ে যায় সিপিএল কর্তৃপক্ষের কাছেই। দলকে টেকসইভাবে পরিচালনার কোনো পথ না পেয়েই মূলত দলটির মালিক ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেন।


শুরুর দিকে অ্যান্টিগার একটি দল ছিল সিপিএলে। অ্যান্টিগা হকবিলস নামের সেই দল প্রথম দুই আসর মিলিয়ে স্রেফ তিনটি ম্যাচ জিততে পারে। এরপর দলটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এবার আবারও টুর্নামেন্ট খেলতে আসলো সেখানকারই এক ফ্র্যাঞ্চাইজি।


অ্যান্টিগা ও বারবুদার ক্রীড়ামন্ত্রী ড্যারিল ম্যাথিউ গত বছরের শেষদিকে বলেছিলেন আগামী আসর থেকে অ্যান্টিগার একটি দলের পরিকল্পনার কথা। মূলত সেটিই এখন বাস্তব রূপ পাচ্ছে।



এদিকে ক্যারিবিয়ার প্রধান ক্রিকেট কেন্দ্রগুলোর একটি জ্যামাইকা থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিপিএল কর্তৃপক্ষ। তবে ২০২৫ আসরের আগে এমন কিছুর সম্ভাবনা নেই। আগামী আসরে তাই খেলবে ৬টি দলই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball