promotional_ad

‘বিপিএলের বাজে সময়টা শান্তর জন্যই ভালো, বাংলাদেশের জন্যও’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁচশর বেশি রান করে বিপিএলের গত আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অথচ যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না বাঁহাতি এই ব্যাটার। পুরো মৌসুম জুড়ে ব্যর্থতার বৃত্তে আটকে আছেন তিনি। রাজিন সালেহ মনে করেন, বিপিএলের বাজে সময়টা শান্তর জন্যই ভালো হয়েছে।


সিলেটকে ফাইনালে তুলতে গত মৌসুমে ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন শান্ত। দারুণ পারফরম্যান্সের এবারের আসরের জন্য তার সঙ্গে সরাসরি চুক্তি করে দলটি। তাকে ঘিরে পাহাড়সম প্রত্যাশা থাকলেও সেটা একদমই মেটাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ২০২৩ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১ হাজার ৬৫০ রান করেছিলেন।



promotional_ad

অথচ এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে বিপিএলের এবারের মৌসুমে শান্ত করেছেন মোটে ১৩৬ রান। যেখানে নেই কোনো হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ রানের ইনিংস ৩৬। সবমিলিয়ে শান্তর ব্যাটিং গড় ১২.৩৬। কদিন আগে বাংলাদেশের তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পাওয়া বাঁহাতি এই ব্যাটার এখন সমালোচনার মুখে পড়েছে। রাজিন মনে করেন, একজন খেলোয়াড়ের খারাপ সময় যেতেই পারে।


সংবাদ সম্মেলনে সিলেটের প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘একটা প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে। গত ২ বছর সে টানা পারফর্ম করেছে। আপস এন্ড ডাউনস থাকবেই। ওর জন্য এটা একটা ভালো খারাপ সময়টা। কারণ সে প্রস্তুত হতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য; সেখানে আরও ভালো খেলবে। সবসময় যে উঠতেই থাকবে না তা না। এটা ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য।’


শান্তর মতো সিলেটের প্রত্যাশা মেটাতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। গত মৌসুমে সিলেটের হয়ে খেলা মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয় অন্য দলে যাওয়ায় মিডল অর্ডারে ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ইয়াসিরকেও দলে নিয়েছিল সিলেট। ৪ ম্যাচে সুযোগ পেয়ে মাত্র ১২ রান করেছেন তিনি। যদিও ইয়াসির পারফর্ম করতে পারছে না এমনটা বলতে নারাজ সিলেটের প্রধান কোচ।



রাজিন বলেন, ‘ইয়াসির রাব্বি আসলে পারফর্ম করতে পারছে না তেমন না। সে ২ ম্যাচ ব্যাটিং করেছে। যদি আরও নিয়মিত খেলতে পারতো তাহলে তার জন্য ভালো হত। আবার এসে ঢুকে রান করাটা সহজ না। তাকেও আরও সময় দেওয়া জরুরি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball