promotional_ad

এখনও বিপিএল শেষ হয়ে যায়নি মুস্তাফিজের, সতর্ক থাকবে বিসিবি

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||


অনুশীলনের সময় মাথায় বল লেগে চোটে পড়েছেন মুস্তাফিজুর রহমান। পরবর্তীতে হাসপাতালে নিয়ে পাঁচটি সেলাই দেয়া হয়েছে বাঁহাতি এই পেসারের মাথায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যাওয়া মুস্তাফিজের মাথার ভেতরে আঘাত না থাকায় খুব বেশি শঙ্কা নেই। তবে সংশয় তৈরি হয়েছে এবারের বিপিএলে তার খেলা নিয়ে। যদিও বিসিবির পরিচালক মনজুর আলম মঞ্জু নিশ্চিত করেছেন, সেলাইয়ে ইনফেকশন না থাকলে বিপিএল খেলার সম্ভাবনা আছে মুস্তাফিজের।


সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজের চিরচেনা ছন্দেই বোলিং করছিলেন মুস্তাফিজ। লিটন দাসের বিপক্ষে বোলিং করে পরবর্তী বলের জন্য রান আপ নিতে ফিরছিলেন। এমন সময় পেছন থেকে ডাক দেন মোহাম্মদ সালাহউদ্দিন।


প্রধান কোচের ডাকে সাড়া দিয়ে পেছনে ঘুরে তাকান মুস্তাফিজ। এমন সময় পাশের নেটে ব্যাটিং করা ম্যাথু ফোর্ডের সোজা ব্যাটে খেলা একটি বল বাঁহাতি এই পেসারের মাথায় এসে আঘাত হানে। বল লাগার পরই সেখানে বসে পড়েন মুস্তাফিজ। অনেকটা রক্ত ঝরার পর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা পাঁচটি সেলাই দিয়ে নিশ্চিত করেন, মুস্তাফিজ ঠিক আছেন।



promotional_ad

প্রথমে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকলেও আরও একদিন রেখে দিতে চাইছেন চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের চিকিৎসকরা। এ প্রসঙ্গে মনজুর আলম বলেন, ‘ডাক্তার আপডেট দিয়েছেন যে সব ভালো আছে কিন্তু উনারা আরও একদিন রাখতে চান। এমনিতে সবই ভালো আছে। বড় কথা খারাপ কিছু নেই। ২৪-৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকা যায়।’


আরও একটি সিটিস্ক্যান করার কথা থাকলেও এখন পর্যন্ত করা হয়নি। সিটিস্ক্যানের ক্ষতিকর দিক বিবেচনা করে প্রয়োজন না হলে সেটি করতে না করেছে বিসিবি। কোনো সেলাই দেয়া হলে সাধারণ সেটি ৭ দিনের মাঝে কেটে ফেলা হয়। যেহেতু মুস্তাফিজের মাথার ভেতরে কোনো সমস্যা নেই তাই ৫ দিন বাদে কাটা হতে পারে তার মাথার সেলাই। যদি কোনো প্রকার ইনফেকশন না হয় তাহলে বিপিএল খেলার সম্ভাবনা আছে বলে নিশ্চিত করেছেন মনজুর আলম।


তিনি বলেন, ‘সেলাইতে যদি ইনফেকশন না হয় তাহলে অনেক সময় ৫দিন পরও সেলাই কেটে ফেলি। ওর যদি পাঁচদিন ধরা হয় তাহলে আজকে থেকে আরও চারদিন। দেখতে হবে ওর সেলাইটা সুস্থ আছে কিনা। সাধারণত একটা সেলাই আমরা ৫-৭ দিন পর কাটি। অনেক সময় সেলাই নিয়েও কিন্তু লোকজন খেলে। আপনারা এই বিপিএলেই দেখেছেন একজন শ্রীলঙ্কান খেলোয়াড় ২২টা সেলাই নিয়ে খেলেছেন। সবকিছু নির্ভর করে সেলাইটা হেলদি আছে কিনা। ইনফেকশন হলে আরও বাড়বে সময়টা। যদি ইনফেকশন না থাকে তাহলে খেলার সম্ভাবনা আছে।’


বিপিএল শেষ হওয়ার পরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই সপ্তাহ দুয়েক বাদেই লঙ্কা সিরিজ হওয়ায় মুস্তাফিজকে নিয়ে খানিকটা সাবধানী থাকতে চায় বিসিবি। সেলাই কাটানোর পর সবকিছু ঠিক থাকলে কুমিল্লার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে বিসিবি।



মনজুর আলম বলেন, ‘সেটা তো অবশ্যই। পাঁচদিন পরে যখন সময় হবে তখন ওর দলের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। এভাবে তো ছেড়ে দিব না। আমি তত্ত্বীয়ভাবে আলোচনা করছি যে ৫-৭ দিন পর খেলা যেতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball