শুধু সৌম্য নন সবার ভালো ব্যাটিং দেখতে চান হোয়াটমোর

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ভালো শুরু পেলেও মাঝ পথে ছন্দ হারিয়েছিল ফরচুন বরিশাল। যদিও তারা জয়ের ধারায় ফিরেছে। তবে এখনও তাদের অপেক্ষা করতে হচ্ছে প্লে অফ নিশ্চিত করতে। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে আছে তামিম ইকবালের দল।


তামিমসহ টপ অর্ডার ব্যাটাররা নিয়মিত রান পাওয়ায় কিছুটা নির্ভার দলটি। দারুণ ব্যাটিং করছেন সৌম্য সরকারও। দলটির টেকনিক্যাল ডিরেক্টর হোয়াটমোর জানিয়েছেন শুধু সৌম্য নন দলের সবার কাছ থেকেই রান চান তিনি। তবে সৌম্যর দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে হোয়াটমোর বলেন, 'সে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছে। ভালো ইনিংসের সঙ্গে দারুণ ক্যাচ ধরেও অবদান রেখেছে। দলের প্রয়োজনে সে বোলিংও করতে পারে। হ্যা আমরা সব ব্যাটসম্যানকেই রানে দেখতে পছন্দ করি শুধু সৌম্য নয়। তাই শুধু একজন ব্যাটারকে নিয়ে কথা বলা উচিত হবে না। তাকে আপনারা ভালো খেলতে দেখেছেন। সে দারুণ প্লেয়ার এবং আমরা সব কাছ থেকেই আরও অনেক রান চাই।'


অধিনায়ক তামিম ছাড়াও দলে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার। দারুণ একটি ব্যাটিং ইউনিট পেয়ে দারুণ খুশি হোয়াটমোর। বিশ্ব জোড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ চলার কারণে কম্বিনেশন নিয়ে কিছুটা বিপাকে পড়েছে দলটি। তবে ক্রিকেটাররা যত দ্রুত এর সঙ্গে মানিতে নিতে পারবেন ততই দলের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।


হোয়াটমোর বলেন, 'আমার মনে হয় আমরা খুব ভালো একটি ব্যাটিং দল পেয়েছি। আর রংপুর দলও বেশ ভালো। তারা বেশ কিছু ম্যাচে বড় রান করেছে। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলার কারণে আমরা বিদেশি ক্রিকেটারদের আসতে এবং যেতে দেখছি। আমি মনে করি ফলাফল কেমন হয়, তারা কত দ্রুত মানিয়ে নিতে পারে এবং দলের অংশ হতে পারে এটাই গুরুত্বপূর্ণ।'


উইকেট কেমন হবে বাকি ম্যাচগুলোতে এ নিয়ে ধোঁয়াশায় থাকলেও হোয়াটমোর জানিয়েছেন ভালো খেলার জন্য সবরকমের চেষ্টা করবে তার দল। তিনি বলেন, 'এটা আসলে নির্ভর করে আমরা কোন ধরনের উইকেটে খেলছি সেটার ওপর। একটি ম্যাচের সঙ্গে অন্য ম্যাচের তুলনা করা কঠিন। আমরা বড় কিছু সংগ্রহ দেখেছি, এখানে রান হচ্ছে। আমরা এমনও দেখেছি ব্যাটসম্যানদের মানিয়ে নিতে লড়াই করতে হচ্ছে। তাই অনুমান করা খুবই কঠিন কাজ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball