স্টইনিসের বদলি হার্ডিকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও
৬ ফেব্রুয়ারি ২৫
চলতি বছরের জুন-জুলাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ডে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে পিঠের চোটের কারণে খেলতে পারবেন না মার্কাস স্টইনিস। তার বদলে আসন্ন সিরিজে ডাক পেয়েছিলেন আরেক অলরাউন্ডার অ্যারন হার্ডি। এবার জানা গেল, ইনজুরির কারণে এই সিরিজটি খেলতে পারবেন না হার্ডিও। তার জায়গায় দলে ডাক পেয়েছেন পেসার স্পেন্সার জনসন।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই পিঠের চোটে পড়েন স্টইনিস। গত সপ্তাহে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় পিঠে টান লাগে তার। যদিও সেই ম্যাচে খেলেছিলেন তিনি। যেখানে ব্যাট হাতে ১৬ রান করার পাশাপাশি বল হাতেও নেন ৩ উইকেট।

কিন্তু তৃতীয় ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। এই ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যেতে হয় তাকে। তার বদলে দলে জায়গা পান তারই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সতীর্থ হার্ডি।
এখন পর্যন্ত এই অলরাউন্ডার অজিদের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ব্যাট হাতে ১৩.৮০ গড়ে ৬৯ রান করেন তিনি। বল হাতে নেন ৪টি উইকেট। কিউইদের বিপক্ষে হার্ডিকে বাজিয়ে দেখতে চেয়েছিল অজিরা।
যদিও কাফ ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে খেলা হচ্ছে না হার্ডির। শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার সময় এই ইনজুরিতে পড়েন তিনি। তার বদলে রবিবার রাতেই দলের সঙ্গে যোগ দেবেন স্পেন্সার জনসন।
এদিকে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে ম্যাথু ওয়েডকেও পাবে না অজিরা। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। অবশ্য শেষ দুই ম্যাচে তাকে দলে পাওয়ার আশা করছে দলটি। এদিকে দলটির স্পিন অলরাউন্ডার ম্যাথু শর্ট ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।