promotional_ad

জায়সাওয়ালের সেঞ্চুরিতে রাজকোট টেস্টের নিয়ন্ত্রণ ভারতের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

বেন ডাকেটের সেঞ্চুরিতে ভারতকে দারুণ জবাব দিচ্ছিল ইংল্যান্ড। কিন্তু ১৫৩ রানে এই ব্যাটার ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পরে দলটি। মাত্র ২০ রান তুলতেই নিজেদের শেষ পাঁচ উইকেট হারায় বেন স্টোকসের দল। এরপর ব্যাট হাতে দাপট দেখান ইয়াশভি জায়সাওয়াল ও শুভমান গিল। সেঞ্চুরি করা জয়সাওয়াল চোটে পরে মাঠ ছাড়লেও, উইকেটে থেকেই দিনশেষ করেছেন গিল। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৯৬ রান। তাতে দলটির লিড দাঁড়িয়েছে ৩৩২ রানে।


আরো পড়ুন

জায়সাওয়ালের আউট নিয়ে সৈকতের পক্ষে শাস্ত্রী, বিপক্ষে গাভাস্কার

৩১ ডিসেম্বর ২৪
আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ ইয়াশভি জায়সাওয়াল (বামে), পাশে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দর, গেটি ইমেজ

বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করা জায়সাওয়াল রজকোটের প্রথম ইনিংসে করেছেন মাত্র ১০ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসেই ফিরেছেন ছন্দে। ১২৬ রানের লিড নিয়ে খেলতে নামা ভারত শুরুতেই হারায় রোহিত শর্মার উইকেট। কিন্তু গিলকে নিয়ে রানের চাকা সচল রাখেন জায়সাওয়াল। ৮০ বলে হাফ সেঞ্চুরি করা এই ওপেনার তুলে নিয়েছেন টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরি।


অবশ্য ১০৪ রান করা জায়সাওয়ালকে চোটের কারণে মাঠ ছাড়তে হয়। এরপর উইকেটে আসেন রজর পতিদার। কিন্তু ব্যাট থাতে আবারো ব্যর্থ হয়ে শূন্য রানে ফেরেন তিনি। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে আসা কুলদীপ যাদবকে নিয়ে দিনের বাকি সময়টা কাটান ৬৫ রানে অপরাজিত থাকা গিল।



promotional_ad

ইংল্যান্ডের জন্য এদিন কাজটা সহজ হওয়ার কথা ছিল রবীচন্দ্রন অশ্বিন না থাকায়। গতকাল টেস্ট ক্রিকেটের নবম বোলার হিসেবে ৫০০ উইকেট নেয়া এই বোলার পারিবারিক কারণে চলতি টেস্ট থেকেই ছুটি নিয়েছেন। কিন্তু অশ্বিনের অনুপস্থিতি ভারতকে অনুভব করতে দেননি মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজারা।


আরো পড়ুন

ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

৫ ঘন্টা আগে
অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি

আগেরদিন ৯ রানে অপরাজিত থাকা জো রুটকে এদিন মাত্র ১৮ রানে ফেরান জসপ্রীত বুমরাহ। এরপর উইকেটে আসা জনি বেয়ারস্টোকেও থিতু হতে দেননি যাদব। এই স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। দিনের শুরুর ধাক্কাটা সামাল দেয়ার চেষ্টা চালিয়ে যান ডাকেট ও স্টোকস। এ সময় ১৩৯ বলে নিজের দেড়শ রান পূর্ণ করেন ডাকেট।


এই ওপেনারকে ইনিংস আর বড় হতে দেননি যাদব। তার স্পিনে কভারে থাকা গিলের হাতে ক্যাচ তুলে দিলে ১৫৩ রানেই থামেন ডাকেট। তার ইনিংস জুড়ে ছিলো দুটি ছক্কা ও ২৩টি চারের মার। এরপর বেন ফোকসকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন স্টোকস। কিন্তু মধ্যাহ্নভোজের বিরিতির পর ইংল্যান্ডকে দিশাহারা করে তুলেন জাদেজা ও সিরাজ। শেষ ২০ রান তুলতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।



শুরুটা হয় স্টোকসকে দিয়েই। জাদেজার ফুলটস ডেলিভারিতে আক্রমনাত্বক হতে গেলে বুমরাহর কাছে ক্যাচ দিয়ে ফেরেন ৪১ রান করা স্টোকস। এরপর সিরাজ ফেরান ১৩ রান করা ফোকসকে। এরপর রিহান আহমেদ ও জিমি অ্যান্ডারসনকেও ফেরান তিনি। মাঝে জাদেজা হার্টলিকে ফেরালে ৩১৯ রানেই থামে সফরকারীদের ইনিংস। ভারতের হয়ে সিরাজ সর্বোচ্চ চারটি ও বুমরাহ, জাদেজা নিয়েছেন দুটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball