promotional_ad

প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে জেমিসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না ফার্গুসনের, বদলি জেমিসন

১৮ ফেব্রুয়ারি ২৫
লকি ফার্গুসনের (বামে) বদলি কাইল জেমিসন (ডানে), ফাইল ফটো

মাউন্ট মঙ্গানুইতে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব করেন কাইল জেমিসন। জানা গেছে, মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ চোটের কারণে আগামী এক বছরের মতো সময় মাঠের বাইরে কাটাতে হবে কিউই এই পেসারকে।


এই চোটের কারণে হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি জেমিসন। কেননা প্রথম ম্যাচ শেষে স্ক্যানের পরই তার চোট ধরা পড়ে। ২০২৩ সালেও লম্বা সময় একই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন জেমিসন।



promotional_ad

মেরুদণ্ডে গতবার যেখানে চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন, এবারও একই জায়গায় চোট পেয়েছেন তিনি। যদিও এবার আর অস্ত্রোপচার করাবেন না ২৯ বছর বয়সী এই পেসার। তবে লম্বা সময় পুনর্বাসনে থাকতে হবে তাকে।


আরো পড়ুন

ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

৫ ঘন্টা আগে
অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি

জেমিসন বলেন, ‘সর্বশেষ কয়েকটি দিন আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জের। কিন্তু জীবনসঙ্গী, পরিবার, সতীর্থ ও মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে, সে জন্য কৃতজ্ঞ। ক্রিকেটারের জীবনে চোট একটা অংশ, সেটা আমি জানি। আশা করি খেলার জন্য সামনে আরও অনেক দিন পরে আছে। কীভাবে সেরে উঠব, সেটার একটি পরিকল্পনা করেছি। এটা জানি এমন কিছু ধাপ আমাকে পাড়ি দিতে হবে, যেগুলো মানসিকভাবে চ্যালেঞ্জিং। শারীরিক অংশটি এ ক্ষেত্রে সামলানো সহজ। মেরুদণ্ডকে পুনরায় ঠিক করতে বিশ্রাম নিতে হবে। অনেকটাই অটো পাইলট যেভাবে চলে সেভাবে।’


‘আমি জানি, মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে...এটা কঠিন, কারণ এমন কিছু পুনরায় হোক, সেটা কেউ চাইবে না। প্রতিবারই মনে হয়, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই এটাও জানি যে এই চোট আমার ক্যারিয়ারেরই অংশ।’



ইতোমধ্যেই জেমিসনের চোটে দুঃখ প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ২৯ বছর বয়সী এই পেসারের দ্রুত সুস্থতা কামনা করেছে তারা। ক্রিকইনফো বলেছে, চোট থেকে ফিরতে আরও এক বছর সময় লাগবে তার। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করবে নিউজিল্যান্ড। সেখানে নিশ্চিতভাবেই থাকছেন না জেমিসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball