‘আমরা জানতাম ফিট হলেই সাকিব ঝলক দেখাবে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
২১ ঘন্টা আগে
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ৫ ম্যাচে ব্যাট হাতে যেন নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব আল হাসান। যদিও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিব যে ঠিক এভাবেই জ্বলে উঠবেন সেটা জানা ছিল রংপুর রাইডার্সের হেড কোচ সোহেল ইসলামের।
এবারের বিপিএলে রংপুরের প্রথম পাঁচ ম্যাচে মোটে চার রান করেন সাকিব। তার মধ্যে দুটি ম্যাচে ব্যাটিংয়েও নামেননি তিনি। তবে বল হাতে সেই পাঁচ ম্যাচেও উজ্জ্বল ছিল তার পারফরম্যান্সে। পাঁচ ম্যাচে নেন ছয় উইকেট।

এরপরের তিন ম্যাচে অবশ্য অন্য এক সাকিবকে দেখা মিলে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। সেই ম্যাচে তিন উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তারপরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেন ১৬ বলে ২৭ রান, বল হাতে নেন দুই উইকেট।
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
৩ ফেব্রুয়ারি ২৫
তারপর খুলনা টাইগার্সের বিপক্ষে আরও জ্বলে উঠেন সাকিব। ব্যাট হাতে ৩১ বলে ছয়টি চার ও সমান সংখ্যক ছকায় ৬৯ রান করার পর বল হাতে নেন দুই উইকেট। আর শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬২ রান করেন তিনি। বল হাতে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি।
চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটির পর সাকিবের পারফরম্যান্স নিয়ে সোহেল ইসলাম বলেন, ‘(সাকিবের) পারফরম্যান্স তো আপনারা সবাই দেখছেন। আলাদা করে কিছু বলার নেই। সংগ্রাম করার সময় আমরা সবাই মিলে সাহায্য করেছি। দল মালিকরাও ব্যাক করেছে। সাথে যারা কোচিং স্টাফ প্লেয়ার ছিল সবাই ছিল।'
'শুধু যে চোখের সমস্যা ছিল তা না ফিটনেস লেভেলেও আপ টু দ্য মার্ক ছিল না। এটার জন্য আসলে সময় দরকার ছিল। আমরা সেই সময়টা বের করার চেষ্টা করেছি। সে যেন আসলে ওই সময়টা মেন্টালি ডাউন না হয়ে যায়। আমরা তা দেখার চেষ্টা করেছি। আমরা জানি সাকিব যদি ফিট হয়ে যায় তাহলে পারফরম্যান্সের যে পুরনো ঝলকটা আছে সেটা সে দেখাতে পারবে।’