‘এটা আমার ভুল কল ছিল’, সরফরাজের রানআউট নিয়ে জাদেজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো রাজকোট টেস্টে। প্রথমবারের মত জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেন সরফরাজ খান। ব্যাট হাতে রাঙিয়ে তুললেন নিজের অভিষেক। কিন্তু দূর্দান্ত ইনিংসের শেষটা হয়েছে বাজে ভাবেই। রবিন্দ্র জাদেজার ভুল কলে রান নেয়ার জন্য দৌড় দিয়ে রান আউটে ফিরতে হয়েছে সাজঘরে। এমন কাণ্ডের জন্য ম্যাচশেষে নিজের ভুলটাও স্বীকার করে নিয়েছেন জাদেজা।
ঘটনা ইনিংসের ৮১ তম ওভারে। জাদেজা ৯৯ রানে স্ট্রাইকে ছিলেন। অপরপ্রান্তে ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলে জাদেজাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন সরফরাজ। এ সময় জেমস অ্যান্ডারসনের পঞ্চম ডেলিভারিটি মিড-অনে ঠেলে নিজের সেঞ্চুরি পূর্ণ করতে চেয়েছিলেন জাদেজা। কিন্তু বল মার্ক উডের হাতে থাকায় নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি।

এদিকে জাদেজার ডাক পেয়ে রান নেয়ার জন্য ছুটে যান সরফরাজ। বিপদ দেখে তাকে ফিরিয়ে দেন জাদেজা। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। উডের থ্রোতে স্ট্যাম্প ভাঙলে ৬৬ রানেই থা??ে এই অভিষিক্ত ব্যাটারের ইনিংস। এমন আউটের পর শুধু সরফরাজ নয়, ড্রেসিংরুমে রোহিত শর্মাও হয়েছেন হতাশ। তাই ম্যাচ শেষেই নিজের ভুলের কথা জানান জাদেজা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জাদেজা প্রথমে নিজের ভুল স্বীকার করেন। এরপর তিনি সরফরাজকে তার দুর্দান্ত অভিষেকের জন্য বাহবা দেন। সরফরাজকে ট্যাগ করে জাদেজা লিখেন, ‘খারাপ লাগছে। এটা আমার ভুল কল ছিল। ভালো খেলেছ।’
এদিকে ম্যাচ শেষেই সরফরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল রান আউটের ব্যাপারে। যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন রান আউট নিয়ে তার কোনো আক্ষেপ নেই। কারণ এটা খেলারই অংশ। সরফরাজ বলেন, ‘এটা খেলারই অংশ। ক্রিকেটে ভুল–বোঝাবুঝি হয়ই। কখনো কখনো রানআউট হবে। কখনো আবার আপনি রান পাবেন।’