promotional_ad

রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করল পিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দুবাইতে ভারতকে দুইবার হারিয়েছি, তৃতীয়বার হারাতে চাই: রউফ

২২ ফেব্রুয়ারি ২৫
বোলিং অনুশীলনে হারিস রউফ, ফাইল ফটো

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন হারিস রউফ। জাতীয় দলের ম্যাচ রেখে বিগ ব্যাশ খেলতে গিয়েছিলেন এই পাকিস্তানি পেসার। এমন কান্ডে চটেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ঘটনার শাস্তি হিসেবেই রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে বোর্ডটি। এমনকি আগামী ৩০ জুন পর্যন্ত কোনো বিদেশি লিগেও খেলতে পারবেন না তিনি।


বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান দলে বিশাল পরিবর্তন এনেছিল পিসিবি। যেখানে দলটির তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে নতুন অধিনায়ক ঘোষণা করে বোর্ডটি। দলটির ডিরেক্টর ও কোচ হিসেবে দায়িত্ব পান দলটির সাবেক ব্যাটার মোহাম্মদ হাফিজ। বিশাল পরিবর্তনের পর দলটি অস্ট্রেলিয়া সফরে যায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।



promotional_ad

যেখানে চোটের জন্য দলের সঙ্গে ছিলেন না পেসার নাসীম শাহ। এ সময় দলটির অভিজ্ঞ পেসার রউফ বিগ ব্যাশে খেলার জন্য টেস্ট দল থেকে নিজের নাম সরিয়ে নেন। ফলে শাহীন শাহ আফ্রিদি ছাড়া আর কোনো অভিজ্ঞ পেসার ছিলো না দলটিতে। তিন ম্যাচের সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাড়ি ফিরতে হয় তাদের।


আরো পড়ুন

৩ বলে আউট ৪ জন, শাকিল ‘টাইমড আউট’

৯ ঘন্টা আগে
অনুশীলনে সাউদ শাকিল, ফাইল ফটো

এমন কাণ্ডে রউফের শাস্তির কথা শুনা যায়। অবশেষে এক বিবৃতিতে বোর্ডটি জানায়, 'পিসিবির কমিটি দ্বারা পরিচালিত একটি পুঙ্খানুপুঙ্খ শুনানি প্রক্রিয়ার পরে এবং বিষয়টির সঙ্গে জড়িত সকল মতামত বিবেচনায় করে ১ ডিসেম্বর, ২০২৩ থেকে হারিসের কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হয়েছে। এবং আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত কোনো বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হবে না তাকে।'


অবশ্য ৩০ জানুয়ারি বিচারের নীতি অনুসারে রউফকে ব্যক্তিগত শুনানির সুযোগ দেয়া হয়। কিন্তু এই ক্রিকেটারের দিক থেকে সন্তোষজনক কিছু পায়নি পিসিবি। এই বিষয়ে তারা বলেন, 'পাকিস্তানের হয়ে খেলে চূড়ান্ত সম্মান ও সুযোগ যে কোনো খেলোয়াড়ের জন্য। মেডিকেল রিপোর্ট বা ন্যায্য কারণ ছাড়া টেস্ট স্কোয়াডের অংশ হতে অস্বীকৃতি কেন্দ্রীয় চুক্তির শর্তের লঙ্ঘন।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball