promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেউই বাংলাদেশকে সহজে হারাতে পারবে না: নিশাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নিশামকে না খেলানোর ব্যাখ্যা দিলেন বরিশালের মালিক

৭ ফেব্রুয়ারি ২৫
তামিম ইকবালের সঙ্গে মিজানুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

পঞ্চপাণ্ডবের যুগ শেষ করে তরুণ নির্ভর পথে হাটা শুরু করেছে বাংলাদেশ। আর সেই দল নিয়েই সবশেষ নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। এর পেছনে দারুণ ভূমিকা রেখেছিলেন পেসার শরিফুল ইসলাম। আসন্ন বিশ্বকাপেও দলটি দারুণ কিছু করবে, এমনটাই বিশ্বাস জিমি নিশামের। বিপিএলে খেলতে আসা এই কিউই অলরাউন্ডার এমনটাই জানিয়েছেন।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েণ্টি সিরিজের ফলাফল জানান দিচ্ছে দিন বদলের গান। যেখানে সবশেষ ১১ ম্যাচের ৮ টিতেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। বাকি দুই হারের বদলে পরিত্যাক্ত হয়েছে একটি ম্যাচ। যেখানে নিশামদের ঘরের মাঠে হারিয়েছিল নাজমুল হাসান শান্তর দল। সিরিজ জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা। কিন্তু শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র করে বসে।



promotional_ad

সেই সিরিজের কথা টেনেই নিশাম বলেন, 'হ্যাঁ, আমি মনে করি, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে সম্ভবত আমরা ভাগ্যবান ছিলাম। শেষ ম্যাচটা কিছুটা ভিন্নভাবে গিয়েছে, আমরা সিরিজটাও হেরে যেতে পারতাম। বাংলাদেশ ক্রিকেট দল গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছে। বিশেষ করে বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ দারুণ, আমরা নিউজিল্যান্ডে ভুগেছি। কেননা এটা বাউন্সি উইকেট ছিল, আমরা দেখেছি বোলাররা অনেক জোরে বোলিং করেছে এবং বাউন্সও দিয়েছে। শেষ কয়েকটা সফরে আমরা এটা দেখেছি।'


আরো পড়ুন

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল

১ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন শরিফুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

নিশামের কথা টেনেই বলা যায় বাংলাদেশের পরিবর্তনের অন্যতম কারণ টাইগারদের পেস ইউনিট। যেখানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি শরিফুল সবথেকে বড় ভুমিকা পালন করেছেন। তিন ম্যাচের টি-টোয়েণ্টি সিরিজে এই টাইগার পেসার একাই নিয়েছিলেন ৬ উইকেট। এর আগে ওয়ানডে সিরজেও কিউই ব্যাটারদের ভুগিয়েছেন তিনি।


ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন শরিফুল। তাই বিপিএল খেলতে এসে এই পেসারের প্রশংসায় মেতে উঠেন নিশাম। এ সময় শরিফুললের সুইং ও বাউন্সের দক্ষতা নিয়ে কথা বলেন তিনি। তার মতে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং দলে পরিণত হবে। যাদের হারানো যে কোনো দলের জন্য কষ্টকর হবে।



নিশামের ভাষ্যমতে, 'শরিফুলের মতো একজন বোলারকে আপনারা পেয়েছেন, যে পেস দিয়ে সুইং আদায় করতে পারে। আবার ভালো বাউন্সও দিতে পারে। অবশ্যই নিউজিল্যান্ডে তারা দারুণ সময় কাটিয়েছে। তাদের এটা নিয়ে খুশি থাকা উচিত। আমি মনে করি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কেউই বাংলাদেশকে সহজে হারাতে পারবে না। আমার মনে হয়, তারা দারুণ একটি চ্যালেঞ্জিং দলে পরিণত হবে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের যেসব কন্ডিশন আমরা দেখেছি, সেগুলোতে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball