promotional_ad

পিসিবির ‘ধন্যবাদ’ পেয়ে শেষ হলো হাফিজের অধ্যায়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে দলের নতুন ডিরেক্টর ঘোষণা করা হয় পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে। কিন্তু দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় সাবেক এই ব্যাটারকে বিদায় জানিয়ে দিলো পিসিবি।


আরো পড়ুন

৩ বলে আউট ৪ জন, শাকিল ‘টাইমড আউট’

৯ ঘন্টা আগে
অনুশীলনে সাউদ শাকিল, ফাইল ফটো

এর আগে দলটির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাউথ আফ্রিকার মিকি আর্থার। কিন্তু তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ বাজেভাবে শেষ করে পাকিস্তান। এর পরই আর্থারকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেয়া হয় হাফিজকে। এ সময় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে হেড কোচ হিসেবে নিযুক্ত করে বোর্ডটি।



promotional_ad

হাফিজ দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত বড় কোনো প্রভাব আনতে পারেনি দলে। বরং ব্যর্থতার চাদরে মোড়ানো তার এই অধ্যায়। ফলে হাফিজকে বিয়ায় জানিয়ে দিয়েছে বোর্ডটি। অবশ্য হাফিজের বিদায়ের কথা সরাসরি উল্লেখ করেনি পিসিবি। বরং নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার অবদান ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছে তারা।


এক্সে হাফিজের ছবি দিয়ে বোর্ডটি জানায়, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরুষ দলের ডিরেক্টর মোহাম্মদ হাফিজের অমূল্য অবদানের জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খেলার প্রতি হাফিজের আবেগ, খেলোয়াড়দের অনুপ্রাণিত করা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হাফিজকে তার ভবিষ্যত সাফল্যর জন্য শুভ কামনা।'



দলের দায়িত্ব নিয়ে ভালো কিছু দেয়ার কথা জানিয়েছিলেন হাফিজ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় শান মাসুদের দল। এরপর নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থতার বিত্তে আটকে থাকা দলটি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball