চোখে না দেখলেও সাকিব ভালো বোলিং করবে: নিশাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিশামকে না খেলানোর ব্যাখ্যা দিলেন বরিশালের মালিক
৭ ফেব্রুয়ারি ২৫
চোখের সমস্যা নিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন সাকিব আল হাসান। আসরের শুরুর দিকে ব্যাটিং বা বোলিংয়ে কিছুটা ভুগতে দেখা গেলেও বর্তমানে দারুণ খেলছেন রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। রংপুরের সতীর্থ জিমি নিশামেরও মন যুগিয়েছেন সাকিব।
এবারের বিপিএলে রংপুরের প্রথম পাঁচ ম্যাচে মোটে চার রান করেন সাকিব। তার মধ্যে দুটি ম্যাচে ব্যাটিংয়েও নামেননি তিনি। তবে বল হাতে সেই পাঁচ ম্যাচেও উজ্জ্বল ছিল তার পারফরম্যান্সে। পাঁচ ম্যাচে নেন ছয় উইকেট।
এরপরের তিন ম্যাচে অবশ্য অন্য এক সাকিবকে দেখা মিলে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। সেই ম্যাচে তিন উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তারপরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেন ১৬ বলে ২৭ রান, বল হাতে নেন দুই উইকেট।

তারপর খুলনা টাইগার্সের বিপক্ষে আরও জ্বলে উঠেন সাকিব। ব্যাট হাতে ৩১ বলে ছয়টি চার ও সমান সংখ্যক ছকায় ৬৯ রান করার পর বল হাতে নেন দুই উইকেট। তার টানা পারফরম্যান্সে উচ্ছ্বসিত নিশাম নিজেও। সাকিবের চোখের সমস্যার কথা জানা ছিল না নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে সেটি জানতে পেরেও সাকিবের পারফরম্যান্সে অবাক হচ্ছেন না তিনি।
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
২১ ঘন্টা আগে
নিশাম বলেন, 'আমি জানতাম না আসলে... দুই রাত আগে তাকে দেখেছি । এটা অবশ্যই তাকে সাহায্য করছে। আমি মনে করি, এক চোখ থাকাটা এটা আরও সহজ করে দিয়েছে। সে অবশ্যই দারুণ এক ক্রিকেটার। সত্যি বলতে আমি জানি না তার চোখে কী হয়েছে। আমি মাত্রই এটা শুনলাম।'
'সে যা করছে, তার এটাই করা উচিত। কেননা এটা তার পারফরম্যান্সকে সহজ করে দিচ্ছে। সম্ভবত সে যদি নাও দেখতে পায়, তাহলেও সে ভালো বোলিং করতে পারবে। সে আগের মতোই ভালো বোলিং করবে।'
একইসঙ্গে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের প্রত্যাশা, এবারের বিপিএলে ফাইনাল খেলবে রংপুর রাইডার্স এবং শিরোপার পথে দলকে নিয়ে যেতে এভাবে পারফর্ম করবেন সাকিব।
নিশাম আরও বলেন, 'সে আমাদের জন্য অসাধারণ একজন ক্রিকেটার। এটা হচ্ছে... দলে দুই ক্রিকেটার থাকার মতো, আসলেই। সে হচ্ছে অন্যতম সেরা একজন ব্যাটার যখন সে ব্যাটিংয়ে নামে, আবার একজন সেরা ???োলারও বটে। সুতরাং তার মতো একজনকে দলে পাওয়াটা অবশ্যই অনেক এগিয়ে রাখে। আর শেষ কিছু ম্যাচে সে অসাধারণ সব পারফরম্যান্স করে যাচ্ছে। আশা করি, ফাইনাল যাওয়ার পথে সে তার ভালো ফর্ম অব্যাহত রাখবে।'