এবার আর ফিরছেন না মাশরাফি, ফিরবেন পরের বিপিএলে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট
২৮ ডিসেম্বর ২৪
গত ৩১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিরতি নেন মাশরাফি বিন মুর্তজা। মূলত রাজনৈতিক দায়িত্ব পালনের জন্যই ক্রিকেট থেকে বিরতি নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। এবার জানা গেল, এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তার।
সাম্প্রতিক সময়ে নড়াইল-২ আসনের এমপি হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর জাতীয় সংসদে হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন মাশরাফি। বিপিএলের এই সময়টা রাজনীতিতে পার করার ইচ্ছা তার। এ কারণেই বিপিএল ছাড়েন তিনি।

সিলেট স্ট্রাইকার্স তখন তাদের বিবৃতিতে জানায়, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন এই লিগে চারবার শিরোপা জেতা এই অধিনায়ক। মাশরাফির প্রতি নিজেদের কৃতজ্ঞতাও জানায় সিলেট। কিন্তু এবার জানা গেল, এবার আর ফিরছেন না মাশরাফি।
বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব
৩১ জানুয়ারি ২৫
এ নিয়ে সিলেটের হেড কোচ রাজিন সালেহ বৃহস্পতিবার বলেন, 'না, ওর আসলে চান্স খুবই কম। সত্যি কথা বলতে অফিস নিয়ে ও ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না হয়তো পরবর্তী বছর সে ভালোভাবে কামব্যাক করবে।'
এই আসরে শুরুর পাঁচ ম্যাচে খেলেন মাশরাফি। সে পাঁচ ম্যাচের সবগুলোতেই হারে তার দল। আর দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করছিলেন না মাশরাফিও। ম্যাচগুলোতে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে।
সবগুলো ম্যাচে বোলিংও করেননি মাশরাফি। বোলিং করলেও শর্ট রান আপে দৌড়াতে দেখা গেছে তাকে। ৫ ম্যাচ খেলে তিনি উইকেট পেয়েছেন ১টি। বিপিএলে তার খেলা নিয়ে এর আগে সমালোচনা করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল- আকরাম খানরা।
এদিকে মাশরাফি না থাকায় সিলেটের নেতৃত্ব দিচ্ছেন দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ মিঠুন। চলমান বিপিএলে খুবই বাজে অবস্থা সিলেটের। নয় ম্যাচে মাত্র তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে আছে দলটি।