কেন মেহেদী, কেন মিরাজ নেই ব্যাখ্যা দিলেন রাজ্জাক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন নির্বাচক প্যানেল এখনও দায়িত্ব বুঝে নেয়নি। ফলে শ্রীলঙ্কা সিরিজের দলও জানিয়েছেন নান্নু-হাবিবুল বাশাররা।
নান্নুর নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক আছেন নতুন প্যানেলেও। বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শ্রীলঙ্কা সিরিজের দল নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ। এবারের বিপিএলে ৭ ইনিংসে ১০১ রানের পাশাপাশি ৬টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

তার বদলে জায়গা পেয়েছেন আরেক স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। ৫ ইনিংসে ১০৯ রানের সঙ্গে ১৩ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। রাজ্জাক জানিয়েছেন টি-টোয়েন্টি দলে একজন অফ স্পিনার রাখার চিন্তাতেই বাদ পড়েছেন মিরাজ।
মিরাজের দলে না থাকা নিয়ে রাজ্জাক বলেন, 'এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে দুজন অফ স্পিনার রাখা একটু কঠিন। (শেখ) মেহেদী যেহেতু ভালো বোলিং করছে। টি-টোয়েন্টিতে ও আমাদের স্পেশালিষ্ট। যে কারণে মেহেদী আছে মিরাজ নেই।'
এদিকে টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ এশিয়া কাপের পর এবারই প্রথম ২০ ওভারের দলে ফিরেছেন মাহমুদউল্লাহ। রাজ্জাকের মতে মাহমুদউল্লাহর বর্তমান ফর্মই তাকে দলে ফেরাতে বড় ভূমিকা রেখেছে।
জাতীয় দলের এই নির্বাচক বলেন, 'কেন্দ্রীয় চুক্তির সঙ্গে কিন্তু কোনো দলে চান্স পাওয়ার কোনো মিল নেই। আগের বছরটা দেখে কেন্দ্রীয় চুক্তি হয়। তো আগের বছর রিয়াদ ওই রকম টি-টোয়েন্টি খেলেনি। এখন রিয়াদকে দেখে মনে হচ্ছে ভালো খেলছে তো খুব স্বাভাবিকভাবেই ওকে রাখা হয়েছে। তার পরেও যদি ভালো খেলে তাহলে ও থাকবে বিশ্বকাপের চিন্তাতে না।'