বিপিএলে গেইলের পর ছক্কার সেঞ্চুরি তামিমের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন
৫ ঘন্টা আগে
প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একশ ছক্কা হাঁকানোর দারুণ এক রেকর্ড গড়লেন তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পথে এমন কৃতিত্ব গড়েন তিনি।
ফরচুন বরিশালের অধিনায়ক আজ ৪৫ বলে ৭১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। যেখানে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। এই ম্যাচ খেলতে নামার আগে তামিমের ছয় ছিল ৯৯ টি। আর দারুণ এক ইনিংসের পর তার মোট ছক্কা এখন ১০৩টি।

তামিমের আগে বিপিএলে ১০০ ছয় মারার রেকর্ড পূর্ণ করেন কেবল একজনই। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বিপিএলে ৫২ ম্যাচ খেলা ইউনিভার্স বসের ছক্কা হাঁকিয়েছেন মোট ১৪৩টি। এই রেকর্ডটির ধারেকাছেও অবশ্য কেউ নেই।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
নিকট ভবিষ্যতে বিপিএলে ১০০ ছয় হাঁকানোর এলিট ক্লাবে তামিমের পর জায়গা করে নেয়ার সুযোগ আছে কয়েকজনের। তামিমের পরেই অবশ্য সমান ৯৭ টি করে ছক্কা নিয়ে অবস্থান করছেন ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিম।
এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন ৯৫ টি ছক্কা। আর সাকিব আল হাসানের হাঁকিয়েছেন ৮৫টি ছক্কা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আরও আগে থেকেই আছেন তামিম।
তামিমের অসাধারণ ইনিংসের ম্যাচটিতে ২৭ রানে জিতেছে ফরচুন বরিশাল। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান এখন তিন নম্বরে। নয় ম্যাচে পাঁচটিতে জিতেছে তারা। মোট পয়েন্ট ১০।