নেই চামিরা, ১৬ মাস পর বিনুরাকে দলে ফেরাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পারিশ্রমিক নিয়ে সমস্যা নেই বিনুরার, জানালো চিটাগং
২২ জানুয়ারি ২৫
সবশেষ ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন বিনুরা ফার্নান্দো তারপর অবশ্য ইনজুরিসহ নানান কারণে খেলা হয়নি তার। এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন এই পেসার।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইনজুরির কারণে এই দলে ডাক পাননি দুশমন্থ চামিরা। এই কারণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সুযোগ হয় বিনুরার।

লম্বা প্রিমিয়ার লিগের গেল দুই আসর এবং আবুধাবি টি-টেন লিগে ভালো পারফর্ম করেই জাতীয় দলে পুনরায় ডাক পেয়েছেন ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার বিনুরা। তিনি ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে পেস বোলিং ইউনিটে আছেন দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানা।
এ ছাড়া স্পিন বোলিং ইউনিটে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া ও মাহিশ থিকশানা। আর ব্যাটিং সামলাতে আছেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, কুসল পেরেরা, ধনঞ্জয়া, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন শানাকা।
আগামী ১৭ ফেব্রুয়ারি ডাম্বুলায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর ১৯ ও ২১ ফেব্রুয়ারি হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুসারা, আকিলা ধনঞ্জয়া, কামিন্দু মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।