promotional_ad

নেই চামিরা, ১৬ মাস পর বিনুরাকে দলে ফেরাল শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পারিশ্রমিক নিয়ে সমস্যা নেই বিনুরার, জানালো চিটাগং

২২ জানুয়ারি ২৫
চিটাগংয়ের জার্সিতে বিনুরা ফার্নান্দো, ক্রিকফ্রেঞ্জি

সবশেষ ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন বিনুরা ফার্নান্দো তারপর অবশ্য ইনজুরিসহ নানান কারণে খেলা হয়নি তার। এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন এই পেসার।


ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইনজুরির কারণে এই দলে ডাক পাননি দুশমন্থ চামিরা। এই কারণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সুযোগ হয় বিনুরার।



promotional_ad

লম্বা প্রিমিয়ার লিগের গেল দুই আসর এবং আবুধাবি টি-টেন লিগে ভালো পারফর্ম করেই জাতীয় দলে পুনরায় ডাক পেয়েছেন ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার বিনুরা। তিনি ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে পেস বোলিং ইউনিটে আছেন দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুসারা ও মাথিশা পাথিরানা।


এ ছাড়া স্পিন বোলিং ইউনিটে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া ও মাহিশ থিকশানা। আর ব্যাটিং সামলাতে আছেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, কুসল পেরেরা, ধনঞ্জয়া, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন শানাকা।


আগামী ১৭ ফেব্রুয়ারি ডাম্বুলায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর ১৯ ও ২১ ফেব্রুয়ারি হবে সিরিজের বাকি দুই ম্যাচ।



আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুসারা, আকিলা ধনঞ্জয়া, কামিন্দু মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball