৯ মার্চ শুরু প্রিমিয়ার লিগ, থাকছে না বিদেশি ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর অন্যান্য দেশের ক্রিকেটারদের কাছেও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রতি বছর প্রিমিয়ার লিগে খেলতে দেখা যায়। যদিও আসন্ন এই ডিপিএলে খেলা হচ্ছে না বিদেশি ক্রিকেটারদের।
এক বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আগামী ৯ মার্চ শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসরটি।

ইতোপূর্বে বাংলাদেশের এই লিগে খেলে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারই আলোচনায় এসেছেন। এমনকি পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের শানিত করে নিতে দেখা গেছে। যদিও এবার আর সেই সুযোগ থাকছে না।
একটা সময়ে ডিপিএল খেলা হতো চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে। সেখান থেকে কমিয়ে দু’জন করা হয়। কয়েক বছর আগেই বিদেশি কোটা নামিয়ে আনা হয় মাত্র একজনে। এবার সেটা শূন্যের কোঠায় চলে গেল।
এদিকে ডিপিএলকে সামনে রেখে আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি দল বদলের সুযোগ পাবে ক্রিকেটাররা। আসন্ন এই আসরটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে চারটি। ভেন্যুগুলো হচ্ছে বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।