শেষ ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলে ম্যাকগার্ক-অ্যাগার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সিরিজ একেবারেই শেষের দিকে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির পুর্ণাঙ্গ এই সিরিজটিতে বাকি আছে একেবারে শেষ ম্যাচটি। সেই সিরিজের আগে দলে কিছুটা পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পার্থে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যুক্ত হয়েছেন তরুণ হার্ড-হিটার ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। স্কোয়াডে পেসার ওয়েস অ্যাগারকেও অন্তর্ভূক্ত করেছে অস্ট্রেলিয়া।

এই ম্যাচের আগে বিশ্রাম দেয়া হয়েছে জস হ্যাজেলউডকে। মূলত অস্ট্রেলিয়া দলের আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত হতে দ্বিতীয় টি-টোয়েন্টির পরই বাড়ি গেছেন হ্যাজেলউড। এই কারণে জায়গা মিলেছে ওয়েস অ্যাগারের।
শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে তার। এই পেসারের মতো অভিষেকের অপেক্ষায় আছেন ফ্রেজার-ম্যাকগার্কও। কিছুদিন আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন ফ্রেজার ম্যাকগার্ক।
ক্যানবেরায় ১৮ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলে আন্তর্জাতিক অভিষেকে আবারও নজর কাড়েন তিনি। এবার স্কোয়াডে রাখা হয়েছে কিছুদিন আগেই ওয়ানডে অভিষেকে চার উইকেট নেয়া পেসার জেভিয়ার বার্টলেটকে।
পার্থে টি-টোয়েন্টি অভিষেকের স্বাদটা পেতে পারেন তিনিও।আগামীকাল ১৩ ফেব্রুয়ারি পার্থে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। সিরিজটি ইতোমধ্যেই ২-০ ব্যবধানে জিতে গেছে অজিরা।