promotional_ad

তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত, প্রধান নির্বাচক গাজী আশরাফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেছে। সাধারণ সভা শেষে নতুন প্রধান নির্বাচকেরও নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে প্রধান নির্বাচক করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। এ ছাড়া নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকেও। নতুন নির্বাচক হিসেবে যুক্ত করা হয়েছে হান্নান সরকারকে।



promotional_ad

আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক নিজের জায়গা ধরে রেখেছেন। হান্নান সরকার এতদিন জুনিয়র নির্বাচক কমিটির সদস্য ছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলটিরও নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন হান্নান। তার নির্বাচিত দলই কদিন আগে এশিয়া কাপ জিতে এসেছে এবং বিশ্বকাপ খেল??ছে।


এদিকে গত বিশ্বকাপে চোটের কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি সাকিব। তার পরিবর্তে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। এরপর আঙুলের চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে যান সাকিব।


ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজেও শান্তকে নেতৃত্বভার দিয়েছিল বিসিবি। নেতৃত্ব পেয়ে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারায় বাংলাদেশ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball