খুলনার হয়ে বিপিএল মাতাবেন হেলস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের বিধ্বংসী এই ওপেনারকে দলে ভেড়ানোর খবর একটি বিবৃতিতে জানিয়েছে খুলনা ফ্র্যাঞ্চাইজি। বিপিএলে এবারই প্রথমবার খেলছেন না হেলস।
এর আগে ২০১৯ সালে রংপুর রাইডার্সের জার্সি গায়ে টুর্নামেন্ট মাতিয়েছেন তিনি। সেবারের বিপিএলে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন আগ্রাসী এই ওপেনার। এভিন লুইস, জেসন হোল্ডার, ওয়েইন পারনেলের পর খুলনা দলে ভিড়িয়েছে হেলসকে।

ইংল্যান্ডের হয়ে ৭৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হেলসের বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।
জাতীয় দলের বাইরে মোট ৪৩৭ টি ম্যাচে খেলেছেন হেলস। বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ানো হেলস গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান। এর আগ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
চলতি বিপিএলে শুরুটা অসাধারণ হয়েছিল খুলনা টাইগার্সের। প্রথম চার ম্যাচেই জয় পায় দলটি। তারপরই হয় ছন্দপতন। টানা তিন হারে মোমেন্টাম নষ্ট হয়েছে দলটির।
ফলে পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে নেই এনামুল হক বিজয়ের দল। পাঁচ নম্বরে আছে খুলনা। সাত ম্যাচে তাদের পয়েন্ট ৮। বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকেই ঘুরে দাঁড়াতে চাইবে দলটি