promotional_ad

সাকিব-নিশামের অলরাউন্ড পারফরম্যান্সে শীর্ষস্থান মজবুত রংপুরের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রংপুর রাইডার্সের দেয়া ২১২ রান তাড়ায় ভালো শুরুর বিকল্প ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে জশ ব্রাউন, টম ব্রুসরা পারলেন না কেউই। দ্রুত রান তোলার বদলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাঝে সৈকত আলী ৬৩ রানের ইনিংস খেললেও সেটা কাজে আসেনি। রংপুরকে ৫৩ রানে জয় এনে দেয়ার কাজটা করেছেন সাকিব আল হাসান এবং জিমি নিশাম। ব্যাটে হাতে ঝড়ো ২৭ রান করা সাকিব বোলিংয়ে নিলেন ২ উইকেট। রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা নিশাম ছিলেন আরও দুর্দান্ত। মাত্র ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলা কিউই এই অলরাউন্ডার বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। সাকিব ও নিশামের অলরাউন্ড পারফরম্যান্সে শীর্ষস্থান আরও মজবুত করলো রংপুর।


মিরপুরে ২১২ রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। ইনিংসের প্রথম ওভারে আশিকুর জামানের বলে ফাইন লেগ দিয়ে ছক্কা মারলেও টিকতে পারেননি জশ ব্রাউন। কদিন আগে বিগ ব্যাশ মাতিয়ে আসা অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে ফিরিয়েছেন সাকিব। বাঁহাতি এই স্পিনারের আর্ম ডেলিভারিতে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ১০ রান করা ব্রাউন। বড় লক্ষ্য তাড়া করতে নামলেও পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি চট্টগ্রাম।


একটি উইকেট হারালেও চট্টগ্রাম মাত্র ৩২ রান তোলে। তিনে নামা টম ব্রুসকেও ইনিংস বড় করতে দেননি ইমরান তাহির। এবারের বিপিএলে নিজের করা প্রথম ডেলিভারিতেই ব্রুসকে বিদায় করেছেন প্রোটিয়া এই স্পিনার। নিউজিল্যান্ডের ব্রুস ফিরেছেন ১৪ রানে। শাহাদাত হোসেন দিপু ৯ রানের বেশি করতে পারেননি।



promotional_ad

এরপর অবশ্য দ্রুত রান তোলার চেষ্টা করতে থাকেন সৈকত। শুরু থেকে ধীরে ব্যাটিং করা সৈকত হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ৪২ বলে। মারকুটে ব্যাটিং করা প্রয়োজনীয় হয়ে উঠলেও সেটা করতে পারেননি কার্টিস ক্যাম্ফার। নিশামের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়েছেন ২৪ রান করা এই আইরিশ ব্যাটার। হাফ সেঞ্চুরি করা সৈকত থেমেছেন ৬৩ রানে।


শেষ দিকে শুভাগত হোমের ১৩ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস কেবল চট্টগ্রামের হারের ব্যবধানই কমিয়েছে। ২১২ রান তাড়ায় চট্টগ্রাম শেষ পর্যন্ত থামে ৬ উইকেটে ১৫৮ রান তোলে। রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব, নিশাম। একটি উইকেট পেয়েছেন স্পিনার তাহির।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু পায় রংপুর। সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে এসেই রনি তালুকদারের সঙ্গে ওপেন করতে নেমে যান রিজা হেনড্রিক্স। অনেকটা পথ ভ্রমণে ক্লান্তি ছুঁয়ে গেলেও পারফরম্যান্সে প্রভাব পড়েনি একটুও। রনিকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লেতে রংপুরের স্কোরবোর্ডে ৫২ রান যোগ করেন হেনড্রিক্স। পাওয়ার প্লে শেষ হওয়ার পরই অবশ্য উইকেট হারায় রংপুর।


নিহাদ উজ জামানের শর্ট লেংথ ডেলিভারিতে একটু ব্যাকফুটে গিয়ে পুল করেছিলেন রনি। তবে ঠিকঠাক টাইমিং না হওয়ায় ডিপ মিড উইকেটে থাকা দিপুর হাতে ধরা পড়েন। তিনে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকেন সাকিব। ব্যক্তিগত ৬ রানের সময় সৈকত আলীর বলে দুই রান নিয়ে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।



তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন সাকিব। এদিকে দেখেশুনে ব্যাটিং করতে থাকা হেনড্রিক্স ৩৬ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন। প্রোটিয়া এই ব্যাটারের হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন সাকিব। সালাহউদ্দিন সাকিলের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন তিনি। ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় এজ হয়ে উইকেটের পেছনে থাকা ব্রুসকে ক্যাচ দিয়েছেন ১৬ বলে ২৭ রান করা সাকিব।


হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি হেনড্রিক্স। একই ওভারে সালাহউদ্দিন সাকিলের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ডিপ পয়েন্টে ব্রাউনকে ক্যাচ দিয়েছেন। রংপুরের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা এই ব্যাটার ফিরেছেন ৫৮ রানে। এরপর বাকি কাজটা সেরেছেন নিশাম ও সোহান। তারা দুজনে মিলে চট্টগ্রামের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন।


বিশেষ করে রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন নিশাম। পাঁচটি চার ও তিনটি ছক্কায় মাত্র ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। তাকে সঙ্গে দেয়া সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রান করে। তাদের দুজনের ব্যাটেই এবারের মৌসুমে প্রথমবার দুইশ দেখেছে বিপিএল। চট্টগ্রামের হয়ে সালাহউদ্দিন সাকিল দুটি এবং নিহাদ নিয়েছেন একটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball