promotional_ad

‘এটা নিখাদ ক্রিকেটীয় সিদ্ধান্ত’, হার্দিককে অধিনায়কত্ব দেয়া নিয়ে বাউচার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষবারের নিলামের আগেই গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটির পাঁচবারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের কাঁধে নেতৃত্ব তুলে দেয় তারা। এ নিয়ে সমালোচনাও হয় প্রচুর। যদিও এটাকে পুরোপুরি ক্রিকেটীয় সিদ্ধান্ত বলছেন মুম্বাইয়ের হেড কোচ মার্ক বাউচার।


মুম্বাইয়ের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করলেও গত দুই আসরে দলটির হয়ে খেলেননি হার্দিক। দুই মৌসুম আগে মুম্বাই তাকে রিটেইন না করলে এই অলরাউন্ডারকে দলে ভেড়ায় গুজরাট। সেই দলটির হয়ে নেতৃত্বের অভিষেকেই শিরোপা জিতেন তিনি। পরের বার হন আসরের রানারআপ দল।



promotional_ad

এদিকে গত দুই মৌসুমে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন রোহিত। যদিও নেতৃত্বে বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন তিনি। রোহিতের কাছ থেকে এই মুহূর্তে রান প্রত্যাশা করছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। এ কারণে তাকে নির্ভার হিসেবে খেলতে দিতে চেয়েছিল তারা।


বাউচার বলেন, 'আমার মনে হয় এটা নিখাদ ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমার কাছে এটা পালাবদলের পর্যায়। ভারতে অনেক মানুষই এটা বুঝে না, মানুষজন আবেগাক্রান্ত হয়ে যায়। কিন্তু আপনাকে আবেগ দূরে রাখতে হবে। এটা একদমই ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যেতা খেলোয়াড় হিসেবে রোহিতের কাছ থেকে সেরাটা বের করা যায়। তাকে উপভোগ করতে দিতে চাই যাতে সে কিছু ভালো রান করতে পারে।'


'মানুষ হিসেবে রোহিত অসাধারণ। সে মুম্বাই ইন্ডিয়ান্সকে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সে ভারতেরও অধিনায়ক। তাকে খুব ব্যস্ত থাকতে হয়েছে। দুই মৌসুম তার ভালো যায়নি কিন্তু অধিনায়কত্ব ভালো করছিলো।'



২০২২ সালে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত। সেবারের আইপিএলে ১২০.১৮ স্ট্রাইকরেটে মাত্র ২৬৮ রান করেন তিনি। ২০২৩ সালে তার আগের আসরের তুলনায় বেশি রান করেন তিনি। সেবার ১৩২.৮০ স্ট্রাইকরেটে ৩৩২ রান আসে তার ব্যাটে। দুই আসরেই শিরোপা জিততে ব্যর্থ হয় মুম্বাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball