promotional_ad

দুঃসময়ে পাশে থাকায় রংপুরকে সাকিবের ধন্যবাদ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৫ মার্চ ২৫
ফাইল ছবি

কঠিন সময় পাড়ি দিতে হচ্ছে সাকিব আল হাসানকে। বিশ্বকাপের পর থেকেই চোখের সমস্যায় ভুগছেন এই অলরাউন্ডার। এর প্রভাব পড়েছে ব্যাটিংয়েও। ব্যাটিংয়ের সময় ব্যাট বল দেখতেও সমস্যা হচ্ছে তার। ফলে বদলে ফেলেছেন হেড পজিশনও।


রংপুর রাইডার্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে শুধুই বোলারের ভূমিকাতেও দেখা গেছে তাকে। শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কোনো রান না করেই আউট হয়েছেন প্রথম বলে। এমন কঠিন সময়েও ফ্র্যাঞ্চাইজিটি আস্থা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অলরাউন্ডার। এক যুগেরও বেশি লম্বা সময়ের ক্যারিয়ারে এমন দুঃসময় আসেনি বলেও স্বীকার করেছেন এই তারকা।



promotional_ad

সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, 'জিনিসটা হচ্ছে জীবনে কখনো এমন করিনি যে যেকোনো একটা দিক দিয়ে খেলতে হয়েছে। এরকম কখনো হয়নি, প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না। ’


আরো পড়ুন

সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল

৩ ফেব্রুয়ারি ২৫
রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে ব্যর্থ আন্দ্রে রাসেল, ক্রিকফ্রেঞ্জি

রংপুরের ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ দিয়ে সাকিব বলেছেন, ‘তারপরও তারা আমাদের যেভাবে সমর্থন দিচ্ছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত আমি বলবো। কারণ তারা আমাকে যেভাবে টেককেয়ার করেছে এই সময়ে। আমার পরিস্থিতিটা যেভাবে বুঝেছে, যেভাবে তারা হ্যান্ডেল করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই। ’


বিপিএল শেষ হওয়ার আগে ব্যাট হাতে ছন্দে ফিরতে পারবেন কি না এমন প্রশ্নও করা হয় সাকিবকে। উত্তরে তিনি বলেন, ‘জানি না। আমার কোনো ধারণা নেই কখনো এটা ঠিক হবে।’



চোখের সমস্যা কবে কাটিয়ে উঠতে পারবেন এই ব্যাপারে নির্দিষ্ট কোনো ধারণা দিতে পারলেন না সাকিব। তবে দ্রুত সুস্থ হয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'জানি না, আমার কোনো আইডিয়া নেই কখন সেটা ঠিক হওয়া সম্ভাবনা আছে। এটাই তো আমি খুঁজছি সমস্যাটা কোথায় হচ্ছে। এটা আমি বের করার চেষ্টা করছি, বাকিরাও চেষ্টা করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball