promotional_ad

সাকিবের কাছে বিপিএলের উইকেট ‘আদর্শ’ নয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৫ মার্চ ২৫
ফাইল ছবি

বিপিএলের এবারের আসরে পুরোপুরি ব্যাটিং–বান্ধব কিংবা আইসিসির টুর্নামেন্টের মানের উইকেট দেয়ার আশ্বাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পুরোপুরি সেটার বাস্তবায়ন করতে পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। হাতেগোনা দুই-একটি ম্যাচ ছাড়া বড় রানের দেখা যায়নি। দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে বিপিএলের উইকেটকে দায় দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক জানান, এবারের বিপিএলের উইকেট আদর্শ নয়।


বাংলাদেশের কন্ডিশনে উইকেট নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে। সবশেষ কয়েক মৌসুমেই বিপিএল কিংবা মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব থেকে বিদেশি ক্রিকেটাররা। তাদের সমালোচনা বিসিবি পর্যন্ত গেলেও খুব বেশি ফায়দা পাওয়া যায়নি। এবারের আসর শুরুর আগে অবশ্য উইকেট নিয়ে তোড়জোড় শুরু করেছিল বিসিবি।


টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান ও বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম নিশ্চিত করেছিলেন এবারের উইকেট হবে একেবারে টি-টোয়েন্টি সূলভ। তবে তাদের কথার প্রতিফলন দেখা যায়নি মাঠে। টুর্নামেন্টের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেখা যায়নি দুইশ রানের কোনো ম্যাচে।



promotional_ad

দলের রান ১৮০ ছুঁয়েছে হাতেগোনা কয়েকটি ম্যাচে। বেশিরভাগ ম্যাচই হয়েছে ১৩০-১৬০ রানের মাঝে। এমন উইকেটকে বিপিএলের জন্য আদর্শ মানতে নারাজ সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন, এবারের চেয়ে গত মৌসুমের উইকেট ও কন্ডিশন দুটোই ভালো ছিল।


আরো পড়ুন

সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল

৩ ফেব্রুয়ারি ২৫
রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে ব্যর্থ আন্দ্রে রাসেল, ক্রিকফ্রেঞ্জি

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘বিপিএল একটা কঠিন প্রতিযোগিতা। এবারের বিপিএলের পিচগুলাও আইডিয়াল না। গতবারের পিচ এবং কন্ডিশন আমার কাছে মনে হয় দুইটাই ভালো ছিল, অনেক রান হচ্ছিলো যেটা এবার হচ্ছে না।’


দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও এবারের মৌসুমে আলো ছড়াতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। বেশিরভাগ ম্যাচেই পার্থক্য গড়ে দিচ্ছেন বিদেশিরা। জাতীয় দলের হয়ে খেলা বেশিরভাগ ক্রিকেটারই আছেন অফ ফর্মে। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছেন না।


সাকিব অবশ্য এটি নিয়ে আলোচনা করতে বারণ করছেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবাই যখন জাতীয় দলের হয়ে খেলবে... সবাই যার যার জায়গাতেই আছে। আমি মনে করি ভালো অবস্থাতেই আছে।’



তিনি আরও যোগ করেন, ‘স্বাভাবিকভাবে জাতীয় দলের ক্রিকেটাররা বেশি খেলতে খেলতে একটু রিলেক্স হয়ে যায়। এরকম একটা টুর্নামেন্টে হয়ত সময় নিচ্ছে। এখন থেকে বিল্ডআপ করে বিশ্বকাপে গিয়ে হয়ত দল ভালো করবে। আমার কাছে মনে হয় না এটা নিয়ে হতাশ বা চিন্তিত হওয়ার কিছু আছে। আমি নিশ্চিত যারাই দলে থাকবে যার যার জায়গা থেকে ভালো করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball