তানভিরের স্পেলই আমাদের পিছিয়ে দিয়েছে: শুভাগত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে নিজেদের প্রথম ৫ ম্যাচে ৪টিতেই জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই দলটিই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৭২ রানে অল আউট গিয়েছে। এবারের বিপিএলে যা যেকোনো দলের সর্বনিম্ন স্কোরও। চট্টগ্রামকে গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। চট্টগ্রামের প্রথম উইকেটটি নিয়েছিলেন রেমন্ড রেইফার। তিনি তানজিদ হাসানকে সাজঘরে ফেরান। এরপর চট্টগ্রামকে ধসিয়ে দেন তানভির। একে একে তিনি ফেরান আভিস্কা ফার্নান্ডো, টম ব্রুস, শাহাদত হোসেন, সৈকত আলীকে।

৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেছেন তিনি। ম্যাচ শেষে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম জানিয়েছেন তানভিরের এক স্পেলই তাদের পিছিয়ে দিয়েছে। তার ধারণা উইকেটের সুবিধা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন কুমিল্লার এই স্পিনার।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'তানভির ভালো বল করেছে। উইকেট থেকেও বোলাররা সাহায্য পেয়েছে। বিশেষ করে তানভিরের কথা বলতেই হয়। উইকেটে গ্রিপ করছিল, থেমেও আসছিল। ওর স্পেলটাই আমাদের পেছনে ফেলে দিয়েছে।'
শুক্রবার সকাল থেকেই ছিল কুয়াশাছন্ন। দিনের ম্যাচেও শিশির বড় ভূমিকা রেখেছে। তাই রাতের ম্যাচে টসে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। কুমিল্লা টসে জিতে বোলিং নিয়ে তাই বেশ এগিয়ে যায়। শুভাগত মনে করেন এর ফলই ভুগতে হয়েছে তাদের।
শুভাগত বলেন, 'আজকের যে উইকেট ছিল টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমি বলবো দুই দলের জন্যই এটা গুরুত্বপূর্ণ ছিল। দুর্ভাগ্যবসত আমরা হেরে গেছি। এতোটা কম রান আমরা আশা করিনি। আরেকটু বেশি রান আশা করেছিলাম।'