promotional_ad

সংসদে ব্যস্ত থেকেও দল সাজাচ্ছেন মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট

২৮ ডিসেম্বর ২৪
২০২০ সালে মিরপুরের একাডেমি মাঠে রানিং করছিলেন মাশরাফি বিন মুর্তজা

রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএল থেকে বিরতি নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। হুইপের দায়িত্ব পালনে বর্তমানে সংসদে সময় দিচ্ছেন তিনি। সেখানে বসেও সিলেটের দল সাজাচ্ছেন মাশরাফি। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারানোর পর মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, মাশরাফি এখনও সিলেটের অধিনায়ক।


চোটের কারণে এবারের বিপিএল খেলার কথা ছিল না মাশরাফির। তবে ফ্র্যাঞ্চাইজির চাওয়ায় সিলেটের হয়ে প্রথম পাঁচ ম্যাচেই খেলেছেন তিনি। এমনকি গত মৌসুমে ফাইনাল খেলা সিলেটকে নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে কদিন আগে সংসদে হুইপের দায়িত্ব পাওয়ায় ব্যস্ত বেড়েছে মাশরাফির। নতুন বছরে সংসদ অধিবেশন শুরু হওয়ায় বিপিএল ছাড়তে হয়েছে তাকে।



promotional_ad

নিজের পঞ্চম হারের পরই মাশরাফির বিরতির কথা নিশ্চিত করে সিলেট। মাশরাফি না থাকায় বর্তমানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মিঠুন। সিলেটের অধিনায়ক জানালেন, মাশরাফি দলের সঙ্গে না থেকেও আছেন। ঢাকায় বসেই সিলেটকে পরিচালনার জন্য সব ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন মাশরাফি।


আরো পড়ুন

পারভেজ ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বড় জয়

৮ ঘন্টা আগে
সেঞ্চুরি করার পাশাপাশি মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১৭১ রানের জুটি গড়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘মাশরাফি ভাই এখনও আমাদের অধিনায়ক। উনার অনুপস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। আমাদের দল থেকে শুরু করে কীভাবে চলবো, সবসময় সবকিছুর সাথে উনি যুক্ত আছেন। আজকে সকালেও কথা হয়েছে। আপনারা সবাই জানেন উনার ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না।’


মাশরাফি না থাকলেও ঢাকার বিপক্ষে জয় পেয়েছে সিলেট। মিঠুন মনে করেন, মাশরাফিও তার মতো করেই দলকে জেতাতে চাইতেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। তিনি বলেন, ‘আমার যেমন জেতা চাওয়া ছিল, মাশরাফি ভাইয়েরও একই চাওয়া ছিল। উনি উনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। আমরা গ্যারান্টি দিয়ে জিততে পারব না। প্রক্রিয়াটা ঠিক রাখতে পারব। দলের বোঝাপড়া ও পরিবেশ ঠিক রাখতে পারব। আমরা সেটাই চেষ্টা করছি। ভাগ্যেরও অনেক বিষয় আছে।’



গত মৌসুমে ফাইনাল খেললেও এবারে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছিলো না সিলেট। প্রথম পাঁচ ম্যাচ হেরে বাদ পড়ার খুব কাছে দাঁড়িয়ে ছিল তারা। তবে ঢাকার বিপক্ষে ১৫ রানের জয়ে হারের বৃত্ত ভেঙেছে মিঠুনের দল। এবারের আসরে প্রথম জয়ের দেখা পাওয়ায় খানিকটা স্বস্তি পাচ্ছেন সিলেটের অধিনায়ক।


যদিও খানিকটা আফসোস আছে তার। মিঠুন বলেন, ‘প্রথমে রিলিফ, এরপর আফসোস! দুটাই বলতে পারেন। আমাদের প্রথম তিনটা ম্যাচেই জেতার সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত হয়নি। আমরা একটা জয় দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আজ সেই দিন। আলহামদুলিল্লাহ আজ জিততে পেরেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball