অভিষেকেই অস্ট্রেলিয়ার নায়ক বার্টলেট
.webp)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হয়েছেন জাভিয়ার বার্টলেট। ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ২৩১ রানে আটকে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি। এরপর ক্যামেরন গ্রিন ও স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ম্যাথু ফোর্ডের শিকার হন অজি ওপেনার ট্রাভিস হেড। দ্বিতীয় উইকেটে জস ইংলিস ও গ্রিন মিলে যোগ করেন ৭৯ রান। ইংলিস ৪৩ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরে গেলেও বাকি কাজটা বেশ ভালোভাবে পালন করেছেন গ্রিন ও অধিনায়ক স্মিথ।

এই দুজনের অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটিতে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গ্রিন ১০৪ বলে ৭৭ ও স্মিথ ৭৯ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। আর তাতেই প্রথম ওয়ানডেতে ৬৯ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে অজিরা।
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক স্মিথ। শুরুতেই তিনি বল তুলে দিয়েছিলেন দুই অভিষিক্ত ল্যান্স মরিস ও জাভিয়ার বার্টিলেটের হাতে। অভিষেক ম্যাচে বল হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মরিস।১০ ওভার বল করে ২টি মেডেন নিলেও ৫৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
তবে ঠিকই নিজের সুযোগ কাজে লাগিয়েছেন বার্টলেট। ৯ ওভার বল করে মাত্র ১৭ রানেই ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ধসিয়ে দেয়ার বড় কাজটা করেছেন তিনিই। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্থনি অ্যাবোট ও গ্রিন। আর একটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বচ্চ ১০৮ বলে ৮৮ রনের ইনিংস খেলেন কেসি কার্টি। এ ছাড়া রস্টন চেজ ৬৭ বলে ৫৯ করেছেন। শেষ দিকে হেইডেন ওয়ালশের ২০ ছাড়া কেউই বলার মতো রান করতে পারেননি। ম্যাথু ফোর্ড ১৯ রান করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটাকে কোনো মতে ২৩০ পার করেছেন।