promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তানের

২৭ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান

নারী অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ ৮ উইকেটে ১১২ রানের বেশি করতে পারেনি।


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ২৩ রানের মধ্যে উপরের সারির ৪ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন উন্নতি আক্তার ও রাবেয়া। এই দুজনে পঞ্চম উইকেটে যোগ করেন ৪০ রান।



promotional_ad

এই দুজনের ব্যাটেই মূলত জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। উন্নতি ১৪ রান ও রাবেয়া ৩১ রান করে ফিরে গেলে বাংলাদেশের বাকি ব্যাটাররা দলকে জয়ের কক্ষপথে রাখতে পারেননি। আফিয়া ইরা ১১ ও আরবি তানি ১৫ রান করলেও বাকি ব্যাটারদের কেউই বলার মতো রান করতে পারেননি।


আরো পড়ুন

মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিসিবির

১২ ঘন্টা আগে
ব্যাটিং অনুশীলনে মুশফিকুর রহিম, ফাইল ফটো

শ্রীলঙ্কার হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন ভিহাঙ্গা ভিজেরাত্নে। রিসমি সানজানা ও মাদুশানি হেরাথ নিয়েছেন ২টি করে উইকেট। এই তিনজই বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন।


এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতেই ১০৪ রান যোগ করেন পূর্ণা সেনারাত্নে ও ভিহাঙ্গা ভিজেরাত্নে। ভিহাঙ্গা ৪২ বলে ৪৯ রান করে আউট হয়েছেন। হাফ সেঞ্চুরি তুলে পূর্না অপরাজিত ছিলেন ৫৭ বলে ৬৬ রানের ইনিংস খেলে।



যদিও শেষ দিকে আরও দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ভিশ্মি গুনারাত্না ১৪ ও দুলানশা নানায়াক্কারা ফিরেছেন মাত্র ৭ রান করে। শেষ পর্যন্ত ৭ রান করে অপরাজিত ছিলেন রাশমি নেথারাঞ্জালি। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া, নিশিথা আক্তার ও জান্নাতুল মাওয়া।


টানা ৪ জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে গ্রুপ পর্বে একটি মাত্র জয় নিয়ে ফাইনালে খেলতে এসে স্বাগতিকদের হারিয়ে শিরোপার স্বাদ পেল লঙ্কান মেয়েরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball