promotional_ad

‘হতাশাজনক ও বিপজ্জনক’ অবস্থায় আছে পাকিস্তান, মন্তব্য আর্থারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৬ দিনের বিরতিতেই ছন্দ হারিয়েছে রংপুর, দাবি আর্থারের

২৮ জানুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে মিকি আর্থার, ক্রিকফ্রেঞ্জি

গত বছর খুব অদ্ভূত এক চুক্তিতে পাকিস্তানের ক্রিকেটে ফিরেছিলেন মিকি আর্থার। দেশটির 'অনালাইন কোচ' তথা ক্রিকেট পরিচালক হিসেবে নিযুক্ত হন তিনি। এ নিয়ে প্রচুর সমালোচনাও হয়। বর্তমানে অবশ্য পাকিস্তানের কোচিং স্টাফে নেই আর্থার। দলটির সঙ্গে দায়িত্ব ছিন্ন হওয়ার পরও পাকিস্তানকে নিয়মিত অনুসরণ করেন এই সাউথ আফ্রিকান। পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ তিনি।


সাম্প্রতিক সময়ে ভালো অবস্থানে নেই পাকিস্তান দল। মোহাম্মদ হাফিজ টিম ডিরেক্টর ও প্রধান কোচ হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ধবলধোলাই হয় দলটি। তারপর নিউজিল্যান্ডে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে শাহীন শাহ আফ্রিদির দল।


এক সাক্ষাৎকারে আর্থার বলেন, ‘পাকিস্তান দলকে সব সময়ই অনুসরণ করে যাব। তবে পাকিস্তান ক্রিকেটকে নিয়ে যে উৎসাহ, তৃষ্ণা আর প্রবল আবেগ ছিল, সেটি কিছুটা কমে এসেছে (এভাবে বিদায়ের পর)। সত্যি বলতে কি, আমি মনে করি, পাকিস্তান ক্রিকেট খুবই হতাশাজনক একটা জায়গায় আছে এখন। অনেক মেধা আছে সেখানে। শুধু মেধাবী নয়, বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে। তবে নিজেদের মেলে ধরতে যে কাঠামোগত সহায়তা দরকার, সেটি তাদের দেওয়া হচ্ছে না।’



promotional_ad

শেষবার পাকিস্তান ক্রিকেট দলের পরিচালকের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টির দল ডার্বিশায়ারেরও কোচ ছিলেন আর্থার। তার সঙ্গে এ কারণে অভিনব এক উপায়ে চুক্তি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের মৌসুম যখন চলবে, সে সময় সেখান থেকেই পাকিস্তানকে অনলাইনে নির্দেশনা দেবেন তিনি —এমনই ছিল শর্ত।


আরো পড়ুন

৩ বলে আউট ৪ জন, শাকিল ‘টাইমড আউট’

১৫ ঘন্টা আগে
অনুশীলনে সাউদ শাকিল, ফাইল ফটো

এমন চুক্তি নিয়ে অনেক আলোচনা হয়। বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আর্থার এবং পিসিবিকে নিয়ে অনেক সমালোচনা করে। যদিও আর্থারের মতে, সেই সময়ের তুলনায় এখন আরও বেশি বিপজ্জনক অবস্থানে আছে পাকিস্তান দল।


আর্থার বলেন, ‘২০১৯ সালে আমাদের একটা ব্যাপার ছিল, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর থেকে শেষ পর্যন্তই ছিল। এমন একটা পরিবেশ, যেখানে খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়া হতো। তাদের কাছ থেকে চাওয়া ছিল অনেক, কিন্তু আমি ছেলেদের শতভাগ সমর্থন দিয়ে গেছি। ফলে তারা নেমে দলের জন্য খেলত, নিজেদের জন্য নয়।’


‘দলীয় আবহে যখন নিশ্চয়তা থাকবে, পাকিস্তান তখন বেশ ভালো (অবস্থানে থাকে)। আর যখন অনিশ্চয়তা থাকে, খেলোয়াড়েরা দলের বদলে নিজেদের জন্য খেলা শুরু করে। কারণ, তারা পরের সফর, পরের চুক্তি নিয়ে ভাবছে। এটা একটা বিপজ্জনক অবস্থা এবং পাকিস্তান ক্রিকেট এখন অমন একটা অবস্থায় আছে। এটি আমার জন্য অনেক হতাশার, দুঃখের।’



শেষবারের বিশ্বকাপে ৯ ম্যাচের ৫টিতে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় পাকিস্তান। মূলত এরপরেই পাল্টে যায় পাকিস্তান ক্রিকেটের খোলনলচে। তারপর পাকিস্তানের কোচিং স্টাফসহ দেশটির ক্রিকেট বোর্ডে ব্যাপক রদবদল আনা হয়। আর্থার বিদায় নেওয়ায় পিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেন জাকা আশরাফও। আপাতত বোর্ডটির নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির প্রধানের দায়িত্বে আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball